1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন

মাধবপুরে গাঁজাসহ ১ কারবারি গ্রেফতার, অন্যজন পলাতক 

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব ৯) এর বিশেষ অভিযানে ৩৩ কেজি গাঁজাসহ মোঃ রুবেল মিয়া (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার ২২ মে রাত ০২ টার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন মাধবপুর বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৩ কেজি গাঁজা উদ্ধার সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেন। উক্ত সময়ে অন্য আরেকজন মাদক কারবারী কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারকৃত ব্যক্তি হলো- ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর উপজেলার হাজীপুর গ্রামের মৃত ইনু মিয়ার ছেলে মোঃ রুবেল মিয়া (২৮)। এবং পলাতক ব্যক্তি হলো- মাধবপুর উপজেলার ইসলামাবাদ গ্রামের মৃত গেদু মিয়ার ছেলে পারভেজ মিয়া (৩৫)।
র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ও পলাতক ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
দ.ক.সিআর. ২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট