বাংলাদেশের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর ৫ম সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সুশৃঙ্খল ও বর্ণাঢ্য আয়োজনে।
এই ঐতিহাসিক আয়োজনে গৌরবময় অংশগ্রহণ করেছেন চুনারুঘাট উপজেলার ২ নং ইউনিয়ন এর গোছাপাড়া সর্দার বাড়ির বিশিষ্ট আলেমেদ্বীন, প্রখ্যাত শিক্ষাবিদ, হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল মাদরাসার সম্মানিত সহকারী অধ্যাপক এবং রাজধানী ঢাকার ধানমন্ডিস্থ মসজিদে বায়তুল আকসার খতিব, আল্লামা মুফতি হাফিজ আহমদ নিজামী শাফি (মা.জি.আ)
শায়েখ -এর এই অংশগ্রহণ শুধুমাত্র তাঁর ব্যক্তিগত অর্জনই নয়, বরং তা সমগ্র আলিয়া শিক্ষাব্যবস্থার জন্য একটি গর্বের বিষয়। আধুনিক শিক্ষা ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে যাঁর চিন্তা, চর্চা ও কার্যক্রম সর্বমহলে প্রশংসিত—তাঁর মতো একজন রাহবারের উচ্চশিক্ষার এ সোপানে আরোহণ নিঃসন্দেহে এক উজ্জ্বল দৃষ্টান্ত। শিক্ষা, দাওয়াত, খুতবা ও গবেষণার প্রতিটি ক্ষেত্রে তিনি যে নিষ্ঠা ও দরদ নিয়ে কাজ করে চলেছেন, তা আজকের প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে। আমরা মহান আল্লাহ তাআলার দরবারে আকুল প্রার্থনা করি—তিনি যেন আমাদের এই প্রিয় উস্তাদকে দীর্ঘ হায়াত, ঈমানদারির সঙ্গে সুস্বাস্থ্য, অধিক ইলম এবং দ্বীনি খেদমতে অবিরাম তাওফিক দান করেন।
দ.ক.তানভীর.রাহী.২৫