➖
কালনেত্র ডেস্ক◾
সরকারি-বেসরকারি কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টাকা খরচ করে জাকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে। এ সংক্রান্ত আদেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, সভাপতি ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।
সোমবার (১২ মে) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে বলা হয়, দেশের বর্তমান প্রেক্ষাপটের পূর্ববর্তী ও পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে অর্থনৈতিক মন্দা মোকাবিলা করা দেশের নাগরিক হিসেবে আমার, আপনার, সবার দায়িত্ববোধের মধ্যে পড়ে। এ অবস্থায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষ-অ্যাডহক কমিটি-গভর্নিং বডির সভাপতি ও অন্যান্য সদস্যদের কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠানের অর্থ ব্যয় করে জাকজমকপূর্ণ, আড়ম্বরপূর্ণ, মহাসমারোহে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে অর্থ ব্যয় করা থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
এতে আরো বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দরিদ্র, নিম্নবিত্ত, মধ্যবিত্ত পরিবারের সন্তানরা উচ্চ শিক্ষা লাভের আশায় পড়াশোনা করে। সব কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অধ্যয়নরত শিক্ষার্থীদের ব্যয়ভার কমানো উচিত। এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস-চ্যান্সেলর, ট্রেজারারসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তারা যখন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে যাবেন তাদের ক্ষেত্রেও এই নির্দেশ কার্যকর হবে।
এছাড়াও অধ্যয়নরত শিক্ষার্থীদের নিকট হতে পরীক্ষা ফি, ভর্তি ফি, সেশন ফি ও অন্যান্য নির্ধারিত ফি-এর অতিরিক্ত ফি গ্রহণ করা থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
দ.ক.সিআর.২৫