➖
কালনেত্র ডেস্ক
ইঞ্জিনিয়ার মহিবুর রহমান নামে একটি ফেসবুক আইডিতে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের সাবেক মেম্বার দুলাল ভুইয়া ও তার ছেলে গণঅধিকার পরিষদ নেতা নাহিদ উদ্দিন তারেক সম্পর্কে পোস্টে যা লিখেছে আমরা তা হুবহু তোলে ধরতে চেষ্টা করছি—
Dulal Member (দুলাল মেম্বার) আপনি এলাকার জনগণের সাথে ভয়ংকর মিথ্যাচার করে যাচ্ছেন। আপনি আপনার ছেলে ‘নাহিদ উদ্দিন তারেককে’ নিয়ে এলাকায় মিথ্যা প্রচার করে যাচ্ছেন যে চুনারুঘাট উপজেলায় এলজিইডির যে রাস্তাগুলো আছে বা নতুন আইডিভুক্ত হয়েছে সেগুলো নাকি ‘নাহিদ উদ্দিন তারেক’ আমাদের সুযোগ করে দিয়েছে। “মিথ্যা কথা সম্পূর্ণরুপে মিথ্যা কথা” আপনি ও আপনার ছেলে এলাকার সাধারণ জনগণের সাথে প্রতারণা করে যাচ্ছেন।
আমি একজন এলজিইডর ইঞ্জিনিয়ার হিসেবে জানি আপনি কতটা মিথ্যাচার করে যাচ্ছেন সবার সাথে। এবং সেগুলো সবাইকে জানাতে চাই। চুনারুঘাটে এলজিইডির যে রাস্তাগুলোর কথা আপনি বলছেন সেগুলো অবৈধ আওয়ামীলীগ সরকারের আমলেই শুরু হয়েছিল, আর এগুলো বর্তমান যে সরকার আছে সে সরকার চালিয়ে যাচ্ছে বা আগামীতে যে সরকার আসবে সে সরকার এই কাজগুলো চালিয়ে যাবে। এখানে আপনার ছেলের কোন প্রকার তদবির বা যোগাযোগ নেই। এই রকম কাজ আমাদের হবিগঞ্জের সকল উপজেলা সহ সারা বাংলাদেশে হচ্ছে।
এক প্রবাদ আছে “ ঝড়ে বক মরে, ফকিরের কেরামতি বাড়ে”।
এলাকার সচেতন ব্যক্তিবর্গ যারা আছেন এলজিইডির সদর দপ্তরে আপনারা যোগাযোগ করে দেখতে পারেন এই রাস্তার কাজ গুলো আওয়ামীলীগ সরকার থাকাকালীন অফিসিয়াল কার্যক্রম শুরু হয়েছিল। এখন সরকারি নিয়মে এগুলো এগিয়ে যাচ্ছে, আপনি প্রতিটা পোস্টে লিখেছেন আপনার ছেলে “নাহিদ উদ্দিন তারেক” আমাদের এই সুযোগ করে দিয়েছে। না এখানে আপনার ছেলের কোন প্রকার যোগাযোগ নেই আপনি এলাকার জনগণকে নিয়ে মিথ্যা ছেলেখেলা করতেছেন।
আপনি হয়ত এখানে মিথ্যা কথা বলে আপনার ছেলের রাজনৈতিক পরিচয় করে দিচ্ছেন বা আপনি ও আপনার ছেলে মিলে টেন্ডারবাজি কিংবা চাঁদাবাজির সাথে জড়িয়ে গেছেন। এখানে আপনি ও আপনার ছেলে ৫ আগস্টের পর চুনারুঘাটের এলজিইডির সকল কাজের নিয়ন্ত্রণ নিতে চাচ্ছেন। আপনি সরকারি কাজ নিয়ে ছেলের নাম ও উপদেষ্টা আসিফের নাম প্রচার করে এলাকার জনগণের সাথে প্রতারনা করে যাচ্ছেন। আমি আপনার ফেসবুক পোস্ট গুলো কয়েকজন সাংবাদিককে দেখাইছি ও কথা বলেছি। আপনারা যারা এলাকায় সচেতন নাগরিক আছেন আপনারা চুনারুঘাট এলজিইডি অফিসে ফেসবুক পোস্টগুলো দেখাবেন আর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সদর দপ্তরে লিখিত আবেদন জানাবেন।
দ.ক.সিআর.২৫