➖
মোহাম্মদ শওকত আলী, চুনারুঘাট প্রতিনিধি◾
শিক্ষাই জাতির মেরুদন্ড আর মেধাবীরাই দেশের সম্পদ এই লক্ষ্যে শিক্ষার্থীদের কে মেধাবী করে গড়ে তুলতে পদক্ষেপ নিয়েছে আব্দুর রউপ মেধা অন্বেষণ শিক্ষা বৃত্তি। আজ শনিবার সকাল ১০ ঘটিকার সময় পরিক্ষা কার্যক্রম শুরু হয়।
চুনারুঘাট উপজেলার আইডিয়াল স্কুল এন্ড কলেজে ছিলো আব্দুর রউফ মেধা অন্বেষণ শিক্ষা বৃত্তি ২০২৪ পরীক্ষার হল সেন্টার।
এতে অংশ গ্রহণ করে উপজেলার সরকারি/বেসরকারি মিলে মোট ৩০টি শিক্ষা প্রতিষ্টানের ১৮১ জন ছাত্র/ছাত্রী। পরীক্ষক ছিলেন জনাব আব্দুল মোচ্ছাবির, পরীক্ষা নিয়ন্ত্রক মো: এমদাদুল হক চৌঃ, কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক জায়েদুল ইসলাম জুয়েল ও হল সুপার শিক্ষক আনোয়ার হোসেন।এবং পরিক্ষার হল পরিদর্শন ছিলেন চুনারুঘাট থানার ওসি নজরুল ইসলাম।
সার্বিক তত্বাবধানে চছিলেন আব্দুর রউফ মেধা অন্বেষণ শিক্ষা বৃত্তি কমিটির মোঃ জয়নাল আবেদিন, মাস্টার লিটন সরকার, করিম হোসাইন ও সাংবাদিক মোহাম্মদ শওকত আলী।
উল্লেখ যে উক্ত মেধা বৃত্তিটি চালু করেন অত্র উপজেলার আইতন গ্রামের কৃতি সন্তান জনাব আব্দুর রউফ প্রবাসি। তিনি ৩ বছর যাবৎ চুনারুঘাট উপজেলায় বৃত্তিটি চালিয়ে আসছেন।
পরীক্ষার হল পরিদর্শনর শেষে উপস্থিত অভিভাবকদের সাথে মতবিনিময় করেন, চুনারুঘাট থানার ওসি নজরুল ইসলাম। তিনি সবার উদ্দ্যেশে বলেন, যেকোন প্রয়োজনে আপনারা আমাকে স্মরণ করলে আমি আপনাদের সেবা দিতে প্রস্তুত।
দ.ক.সিআর