➖
কালনেত্র প্রতিনিধি◾
একজন মায়েই পারেন সন্তানকে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে। সেই লক্ষ্যকে সামনে রেখে চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অদ্য ১০ নভেম্বর রবিবার বিদ্যালয় প্রাঙ্গনে এক মা সমাবেশের আয়োজন করা হয়।
এতে মাদের অংশগ্রহণ ও তাদের বাচ্চাদের প্রতি কর্তব্য পালনের অভিপ্রায় দেখে সত্যিই মুগ্ধ হওয়ার মতো ছিলো।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ ঘোষ জানান, প্রতি ৩ মাস পরপর ঘনশ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। ফলে অভিবাবক ও শিক্ষকদের মধ্যে একটা যোগসুত্র তৈরি হয়। এতে মায়েরাও সন্তানের আচার আচরণ ও পড়াশুনার মনযোগ সম্পর্কে শিক্ষক মারফত অবগত হওয়ার সুযোগ পান। যাতে সন্তাদরাই ভালো ছাত্র হিসাবে গড়ে উঠতে বেশি উপকৃত হয়।
উক্ত মা সমাবেশে মাদের বক্তব্যে একটা বিষয়ই প্রতিয়মান হয়- সবাই চায় তাদের সন্তান যেন তাদের থেকে উন্নত জীবন যাপন করে। বড় হয়ে পরিবার, সমাজও দেশের জন্য কাজ করার সুযোগ পায়। সুনাগরিক হিসাবে গড়ে উঠে। তাদের এই চিন্তাধারা কে সেলুট জানাই।
মা-রাই পারবে এই ঘুনে ধরা সমাজকে পরিবর্তন করতে। সকল মাদের প্রতি রইলো অফুরন্ত শ্রদ্ধা ও ভালোবাসা।
দ.ক.সিআর.২৪