চুনারুঘাটের শিশু শিক্ষার্থীর অস্ট্রেলিয়ায় প্রাতিষ্ঠানিক সফর
চুনারুঘাট প্রতিনিধি: শিশু শিক্ষার্থী ফারাহ চৌধুরী শিক্ষাসফরের উদ্যেশে অস্ট্রেলিয়ায় গমন করেছে।
অস্ট্রেলিয়ার একটি প্রসিদ্ধ একাডেমীতে ফারাহ চৌধুরী ওই দেশের কৃষ্টি-কালচার ও ইতিহাস, ঐতিহ্যের উপর প্রশিক্ষন নিবে। ফারাহ চৌধুরী চুনারুঘাট উপজেলার গুগাউড়া নিবাসী ফিলিপাইন প্রবাসী (বাংলাদেশের একটি সুনামধন্য এনজিও প্রতিষ্ঠানের ফিলিপাইন শাখায় কর্মরত) জনাব মোস্তাফিজুর চৌধুরী মাসুদের কন্যা। ফারাহ তার পরিবারের সাথে ফিলিপাইনে বসবাসরত। বর্তমানে ফারাহ চৌধুরী লাসাল গ্রীন হিলস কলেজ ফিলিপিন্সের দ্বাদশ শ্রেণীর ছাত্রী।
ফারাহ চৌধুরী ও তার গর্বিত পিতা-মাতাকে চুনারুঘাটবাসী ও দৈনিক কালনেত্রের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি।
ফারাহ চৌধুরীর সাফল্য তাকে ওই পর্যায়ে নিয়ে পৌছাক যেখানে পৌছালে দেশ ও পরিবার গর্ববোধ করে।
ফারাহ জন্য আমাদের নিরন্তর শুভ কামনা।
কে সিআর/২৪