স্টাফ রিপোর্টার: নাট্যব্যক্তিত্ব সুনীল বিশ্বাসের স্মরণসভা ১৯ সেপ্টেম্বর ২০২৫ চুনারুঘাটের দেউন্দি চা বাগানে অনুষ্ঠিত হয়েছে।
আয়োজন করে বাংলাদেশ গ্রাম থিয়েটার, সহযোগিতায় ছিলেন প্রতীক থিয়েটার।
স্মরণসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও স্থানীয় নাট্য ও সংস্কৃতিকর্মীরা। আলোচনা, শোকযাত্রা ও গানের মাধ্যমে তাঁকে স্মরণ করা হয়।
স্মরণসভার আয়োজক গ্রাম থিয়েটারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন তৌফিক হাসান ময়না– সেক্রেটারী, প্রদীপ আগার পাল– যুগ্ম সাধারণ সম্পাদক, শাহেদ রিংকু– সাংগঠনিক সম্পাদক, আকরামুল হক– যুগ্ম সাধারণ সম্পাদক, কামাল– যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ খোয়াই থিয়েটারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক সুকান্ত গোপ, তমাল এবং খোয়াই থিয়েটারের নাট্যকর্মী চৌধুরী তাওহীদ বিন আজাদ, ফটোগ্রাফার সাঈদ রিংকু, একরামুল হক লিকু, কামারুল্লা সরকার কামালসহ প্রমুখ।
দ.ক.সিআর.২৫