ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকায় ভোক্তাদের জন্য পরিবেশবান্ধব পাটের ব্যাগ সাশ্রয়ী মূল্যে বাজারজাতের কার্যক্রম শুরু হয়েছে। এই উদ্যোগের আওতায় নির্ধারিত দোকানগুলো থেকে পাটের তৈরি ব্যাগ ভর্তুকিমূল্যে কেনা যাবে। কার্যক্রমটি বাস্তবায়নে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ টিসিবির অনুমোদিত ডিলারদের মাধ্যমে এই ব্যাগ সরবরাহ করা হচ্ছে।
পাটের ব্যাগের দাম ব্যাগের গুণমান ও আকার অনুযায়ী নির্ধারণ করা হয়েছে — ২০, ২৫, ৩০, ৩৫, ৭০ এবং ৮০ টাকা করে।
সোমবার (৩১ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
তিনি বলেন, পরিবেশের সুরক্ষায় পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহারে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। জনগণকে এ উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “পলিথিনের ব্যবহার বন্ধ না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাজারে নিয়মিত তদারকি চলবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাট, বাণিজ্য এবং পর্যটন বিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সভাপতিত্ব করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম, পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা এবং কারওয়ান বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশবান্ধব জীবনধারার বিকল্প নেই। পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক থেকে বেরিয়ে এসে আমাদের পাটের মতো টেকসই উপকরণের দিকে ঝুঁকতে হবে। এখনই সময় স্থায়ী পরিবর্তনের।
দ.ক.সিআর.২৫