কালনেত্র ডেস্ক: কুড়িগ্রামে শুরু হতে যাচ্ছে ধ্রুপদী চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ উপলক্ষে পাঁচ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব।
আগামী ৫–১০ সেপ্টেম্বর, প্রতিদিন বিকেল ৪টা, কুড়িগ্রাম সাংস্কৃতিক কেন্দ্রে (সাধারণ পাঠাগারের দ্বিতীয় তলা, কলেজ মোড়) মিলিত হবে চলচ্চিত্রপ্রেমীরা। ইতিহাস, রাজনীতি, ভাঙাগড়ার সঙ্গীত এবং মানবতার গভীর আহ্বানে সমৃদ্ধ অসাধারণ অভিজ্ঞতাই এবার ছড়িয়ে যাবে কুড়িগ্রামে।
সবার আন্তরিক অংশগ্রহণে এই আয়োজন পূর্ণতা পাবে। আসুন, সবাই মিলে স্মরণ করি এক মহাকালের শিল্পীকে, যার প্রতিটি ফ্রেম এখনো আলো ছড়ায় অন্ধকার সময়ে।
সময়: প্রতিদিন বিকেল ৪টা। সবার জন্য উন্মুক্ত৷
আয়োজনে কুড়িগ্রাম সাহিত্যসভা।
দ.ক.সিআর.২৫