1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রেম, দ্রোহ ও মানবতার কবি মনসুর আহমেদের জন্মদিন আজ লাখাইয়ে ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশ থেকে টাকা চুরি  নেপাল-বাংলাদেশ প্রীতি ম্যাচ বাতিল গাজীপুরে ইউনিয়ন জামাতে ইসলামীর এর পক্ষ থেকে তিন গুনিজনকে সংবর্ধনা  কুসুমের ভেতরে আরেকটা দুনিয়া লুকিয়ে থাকে— ছোটগল্প নেপালে বিক্ষোভ, কারফিউ! কেন ফুঁসে উঠল শান্ত দেশটির তরুণরা? বাবার স্বপ্নপূরণ ও এলাকার সেবায় হবিগঞ্জ মেডিকেল কলেজের গাইনী ডা: বিথীকা নিশান সোসাইটির এমডি বেলাল অর্থ আত্মাসাৎ মামলায় গ্রেফতার সাত মাসে দেশে ধর্ষণ বেড়েছে ৬৮ শতাংশ মানবাধিকার সংগঠনের প্রতিবেদন শব্দকথা’র কলেজ কমিটির মাসিক সাহিত্য আড্ডা ও কাব্যগ্রন্থের পাঠউন্মোচন

মিথ্যা অভিযোগের শিকার চুনারুঘাটের তহশিলদার: সততা ও দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার অপচেষ্টা

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫

মোঃ জসিম মিয়া চুনারুঘাট

চুনারুঘাট উপজেলার বিশগাওঁ তহশিল অফিসের তহশিলদার মইনুল ইসলাম সোহেল তার সততা ও দক্ষতার জন্য স্থানীয়দের কাছে প্রশংসিত। দীর্ঘদিন ধরে তিনি সুনামের সাথে অফিসের সেবাপ্রার্থীদের কাজ করে আসছেন। কিন্তু সম্প্রতি, হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক প্রভাকর, দৈনিক আজকের হবিগঞ্জ ও দৈনিক হবিগঞ্জের বাণী পত্রিকায় তার বিরুদ্ধে ভিন্ন ভিন্ন শিরোনামে মিথ্যা সংবাদ প্রকাশিত হয়েছে। এই সংবাদগুলোতে দাবি করা হয়েছে যে, মইনুল ইসলাম সোহেলের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে, যাদের নাম ও পরিচয় ব্যবহার করে এই অভিযোগের কথা বলা হয়েছে, তারা সকলেই এই অভিযোগের সত্যতা অস্বীকার করেছেন এবং একে মিথ্যা ও বানোয়াট বলে আখ্যায়িত করেছেন।

সংবাদ প্রকাশের পর অভিযোগকারীদের নজরে আসলে তারা হতবাক হয়ে যান। চুনারুঘাট উপজেলার মহদির কোনা গ্রামের মৃত আঃ শহিদ এর ছেলে মোঃ রুবেল মিয়া জানান, গত ২৮ মে তারিখে জেলা প্রশাসক হবিগঞ্জ বরাবর দাখিলকৃত অভিযোগ সম্পর্কে তিনি কিছুই জানেন না। এমনকি, আবেদনে স্বাক্ষরকৃত তার সহোদর ভাই জুয়েল মিয়া দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছেন। রুবেল মিয়া প্রশ্ন তোলেন, প্রবাসে থাকাবস্থায় জুয়েল মিয়া কীভাবে আবেদনে স্বাক্ষর করতে পারেন? এতে স্পষ্ট হয় যে, কারো ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এই মিথ্যা আবেদন করা হয়েছে। তিনি আরও জানান, ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মইনুল ইসলাম সোহেলের বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই। তিনি এবং তার ভাই জুয়েল মিয়া উল্লেখিত নামজারী আবেদন নং ৩৩৪৭২৩৭ এর আবেদনকারী। এই নামজারীর জন্য তারা তহশিলদার মইনুল ইসলাম সোহেলকে কোনো প্রকার টাকা-পয়সা দেননি এবং তিনিও কোনো টাকা দাবি করেননি।

অপর অভিযোগকারী, উপজেলার আমুরোড বাজারের ব্যবসায়ী সোহেল মিয়া পরিষ্কার জানিয়েছেন যে, তিনি জেলা প্রশাসক বরাবর কোনো অভিযোগ দায়ের করেননি। একইভাবে, অভিযোগকারী চুনারুঘাট উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাফিজ তালুকদার এই মিথ্যা অভিযোগের জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি ও বিচার দাবি করেছেন। উপজেলার বনগাঁও গ্রামের হাজী মোঃ আজগর আলী মাস্টারও বলেন, উল্লেখিত ভুয়া আবেদনে তিনি স্বাক্ষর করেননি এবং ভুয়া আবেদনকারীর শাস্তি চান। ২নং আহমদাবাদ ইউনিয়ন বি.এন.পির শামীম আজাদও একই কথা বলেছেন; তার নাম অভিযোগকারী হিসেবে উল্লেখ করা হলেও তিনি অভিযোগ সম্পর্কে কিছুই জানেন না এবং এটিকে শতভাগ ভুয়া বলে অভিহিত করেছেন।

এ ঘটনায় প্রমাণিত হয়েছে যে, তহশিলদার মইনুল ইসলাম সোহেলের সুনাম ক্ষুণ্ন করার জন্য একটি পরিকল্পিত চক্রান্ত চালানো হয়েছে। এই মিথ্যা সংবাদ প্রকাশ এবং ভুয়া অভিযোগের মাধ্যমে তার সততা ও কর্মদক্ষতাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করা হয়েছে। যারা এই ধরনের মিথ্যাচারের আশ্রয় নিয়েছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং সংবাদমাধ্যমগুলোরও সংবাদ প্রকাশের পূর্বে সত্যতা যাচাইয়ের উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। তহশিলদার মইনুল ইসলাম সোহেলের বিরুদ্ধে উত্থাপিত সকল অভিযোগ ভিত্তিহীন এবং তার সততা ও কর্মনিষ্ঠা সর্বজনস্বীকৃত।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট