➖
নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি
বাংলাদেশ খেলাফত মজলিস মাধবপুর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।মাওলানা মহিউদ্দিন সালিম কে সভাপতি ও মাওলানা এমদাদুল্লাহ মাজহারীকে সাধারণ সম্পাদক করে ৬২ সদস্য বিশিষ্ট মাধবপুর উপজেলা শাখার নির্বাহী কমিটি গঠন করা হয়। শুক্রবার সকাল ১০ ঘটিকায় মাধবপুর সদরে বাংলাদেশ খেলাফত মজলিস মাধবপুর উপজেলা শাখার শুরার অধিবেশন শাখা সভাপতি মাওলানা মহিউদ্দিন সালিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. মাহমুদুল হাসান শিমুলের পরিচালনায়
শুরার অধিবেশনে ২০২৫-২০২৬ইং সেশনের জন্য মাওলানা শেখ মহিউদ্দিন সালিমকে সভাপতি, মাওলানা এমদাদুল্লাহ মাজহারীকে সাধারণ সম্পাদক করে ৬২ সদস্য বিশিষ্ট মাধবপুর উপজেলা শাখার নির্বাহী কমিটি গঠন করা হয়।
এসময় মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ মাওলানা নোমান আহমদ, বি-বাড়িয়া জেলা শাখার সহ-সভাপতি মাওলানা শামসুদ্দিন, হবিগঞ্জ জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মুফতী তোফাজ্জল হক, সহ-বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুল হক, প্রচার সম্পাদক মাওলানা আনোয়ার হুসাইন প্রমুখ।
সভায় কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাওলানা শেখ মহিউদ্দিন সালিম (সেলিম) কে প্রার্থী ঘোষণা করা হয়।
দ.ক.সিআর.২৫