1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
নির্বাচন সামনে রেখে বাহুবলে যৌথবাহিনীর অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা বিজিবির অভিযানে ট্রাকভর্তি পাথরের নিচে লুকানো ভারতীয় জিরা জব্দ মাঠপর্যায়ের প্রতিনিধিরাই গণমাধ্যমের মূল শক্তি- সিরাজুল মনির হবিগঞ্জে কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে নির্বাচনী অলিম্পিয়াড অনুষ্ঠিত দৈনিক বর্তমান বাংলার বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত চুনারুঘাটে গতরাতে সেনা অভিযানে গাঁজা-মদ বিক্রেতাদের আটক আয়েশা আহমেদের উপন্যাস ‘ভাঙা ঘরে চাঁদের আলো’র মোড়ক উন্মোচন ভোটাধিকার রক্ষায় খালেদা জিয়ার আন্দোলনের কথা স্মরণ করলেন আনিসুল  তারেক রহমানের আগমন উপলক্ষে শ্রীমঙ্গলে বিএনপির প্রস্তুতি সভা  মাধবপুরে ৩২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ফুটপাতে জমে উঠেছে ঈদের কেনাকাটা

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫

কালনেত্র ডেস্ক

বড় বড় শপিং মলগুলোর মতো ফুটপাতের মার্কেটগুলোতেও জমে উঠেছে ঈদের কেনাকাটা। আজ ২২ রমজান, ঈদের বাকি আট বা নয় দিন। শেষ মুহূর্তে পরিবারসহ কেনাকাটা করতে আসছেন অনেকেই।

হরেক পণ্যের সমাহার থাকায় ঈদের কেনাকাটায় সপিংমল এবং এর আশপাশে ভিড় থাকে সবচেয়ে বেশি। এক ক্রেতার সঙ্গে কথা হয়। তিনি পেশায় আইন সহকারি। তিনি বলেন, ‘আমাদেরতো ভাই ইনকাম কম, বড় বড় মার্কেটে যাইতে পারি না। তাই ফুটপাত থেকেই কিনি। এখানে দামও কম, জিনিসও ভালা। বাচ্চাকাচ্চাদের জন্য মন মতো যেন নিতে পারি, তাই এখানে আসা।’

সরেজমিনে দেখা যায়, হবিগঞ্জের ফুটপাতে হরেক রকমের পণ্য কিনছেন ক্রেতারা। কী নেই এখানে! শার্ট, প্যান্ট, টি-শার্ট, পাঞ্জাবি, পায়জামা, শিশুদের পোশাক, লুঙ্গি, থ্রি-পিস, শাড়ি, লেহেঙ্গা, ট্রাউজার, জুতা, বেল্ট, ঘড়ি, মানিব্যাগ, চশমা সবই মেলে। মাত্র ২০০ থেকে ৫০০ টাকায় জিন্স-গ্যাবাডিং প্যান্ট, ১৫০ থেকে ৫০০ টাকার মধ্যে বিভিন্ন ধরনের শার্ট পাওয়া যায়। পাঞ্জাবি মিলে ২৫০ থেকে ১০০০ টাকায়। ৫০ থেকে ২৫০ টাকায় পাওয়া যায় রঙ-বেরঙের টি-শার্ট।

ফুটপাত মার্কেটে সবচেয়ে বেশি ক্রেতার দেখা মেলে শিশুদের দোকানগুলোতে। সরেজমিনে ছেলে ও মেয়ে শিশু উভয়ের পোশাকের দোকানগুলোতেই বেশ ভিড় দেখা যায়। মাত্র ২০০ টাকা থেকে ১০০০ টাকায় পাওয়া যায় মেয়ে শিশুদের জামা।

এক বিক্রেতা বলেন, ‘আমার এখানে সব নতুন নতুন কালেকশন। তাই কোনো কাস্টমার এলে ফিরে যায় না। আমি দামও রাখি কম। একটা জামায় ৫০ টাকা লাভ হলেই ছেড়ে দেই। যে কারণে দেখতেই পাচ্ছেন কাস্টমারের ভিড় বেশি।’

ক্রেতা মজিবুল হক বলেন, ‘তুলনামূলক দাম কম আছে। ৪০০ টাকা করে দুই মেয়ের জন্য দুটি জামা কিনেছি। দেখতে সুন্দর। মেয়েগুলো খুব খুশি হবে। এখন মেয়ের মার জন্য কিনলেই কেনাকাটা শেষ। নিজের জন্য শেষ দিকে কিনে নেব।’

মফস্বল থেকে আসা পারভিন আক্তার বলেন, পাশের রুমের এক ভাবিকে নিয়ে আসলাম ছেলের জন্য শার্ট আর পাঞ্জাবি কিনতে। পাঞ্জাবি কিনেছি ৩০০ টাকা দিয়ে। এখন ২০০-৩০০ টাকার মধ্যে একটা শার্ট-প্যান্ট কিনবে।’

শুধু শিশুদের জামা-কাপড়ই নয় বড়দেরও সব ধরনের পোশাক পাওয়া যায় শহরের এইসব ফুটপাত মার্কেটে। তেমনই এক ক্রেতা আশরাফ। তিনি বলেন, ‘ঈদে বাড়ি যাবো আর কয়দিন পর। বাবা ও মা আছেন গ্রামে। তাদের জন্য কেনাকাটা করছি। বাবার জন্য লুঙ্গি ও পাঞ্জাবি নিয়েছি। এখন মায়ের জন্য শাড়ি নেব। ফুটপাতে ভালো ভালো জিনিস পাওয়া যায়, কেবল আপনাকে খুঁজে বের করতে হবে। তাহলে আপনি ঠকবেন না।’

কেবল ক্রেতা নয়, সন্তুষ্টি দেখা গেছে বিক্রেতাদের মাঝেও। বিক্রেতা জাহাঙ্গীর আলম বলেন, ‘জিন্স প্যান্টের অনেক চাহিদা। বিক্রিও ভালো হচ্ছে। বিকেল ও সন্ধ্যার পর বেচাকেনা একটু বেশি হয়। তখন মানুষ বাড়ে। চাঁদরাতের মধ্যে সব বিক্রি হয়ে যাবে আশা করছি।’

ফুটপাত মার্কেটে জামা-কাপড়ের মতো জুতার চাহিদাও অনেক। সব বয়সের সব রকম জুতা পাওয়া যায় এখানে। দোকানগুলোতে জুতার পসরা সাজানো। ভিড়ও আছে ক্রেতাদের। বিক্রেতারা জানান, একটু কম দামি জুতা বেশি বিক্রি হয়।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট