মাধবপুর প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর পৌর বিএনপি’র অধীনে ৪নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সৌজন্যে ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শনিবার বিকেলে পৌর শহরের ৪ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এ দোয়া ও ইফতার মাহফিল করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, যুগ্ম-সম্পাদক বাবুল হোসেন, লুৎফর রহমান খান, শামীম খাঁ, যুবদলের আহ্বায়ক জনি পাঠান, সদস সচিব এমদাদুল হক সুজন প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, ইফতার পূর্ব মুহূর্তে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়। এছাড়া, দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং জনগণের অধিকার আদায়ে দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয।