➖
হবিগঞ্জ প্রতিনিধি◾
জেলা সদরের “সেবায় সংযুক্ত” সামাজিক সংগঠনটি আজ ৪ জানুয়ারি সকাল ১১ ঘটিকায় হবিগঞ্জ প্রেসক্লাবে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে।
সংগঠনের সভাপতি হাফিজুর রহমান রুবেলের সভাপতিত্বে দীপংকর রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোহাম্মদ আতিকুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শব্দকথা’র সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদ, শিক্ষক মাঈনুল ইসলাম মাহিদ প্রমুখ।
উল্লেখ্য, উক্ত সংগঠনটি ইতিপূর্বে বইপড়া প্রতিযোগিতা, বৃক্ষরোপণ কর্মসূচি, পথশিশুদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের মত বেশকিছু ভালো কাজ করতে সক্ষমতা পরিচয় দিয়ে আসছে।
দ.ক.সিআর.২৪