➖
কালনেত্র ডেস্ক◾
চট্টগ্রামের মাইজভান্ডার দরবার শরীফের অন্যতম প্রধান আধ্যাত্মিক ব্যক্তিত্ব হযরত গাউছুল আজম শাহ সুফি সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারী প্রকাশ বাবা ভান্ডারী কেবলা ক্বাবা (কঃ) এর আওলাদ-এ-পাকগণের মধ্যে যোগ্যতম মেজ শাহজাদা ও আধ্যাত্নিকতায় সিক্ত হযরত শাহ্সুফি সাইয়্যিদ আবুল বশর মাইজভাণ্ডারী (র.) এর বার্ষিক ওরশ শরীফ সোমবার (১৬ ডিসেম্বর) মাইজভান্ডার দরবার শরীফস্থ গাউছিয়া রহমান মঞ্জিলের উদ্যোগে মহাসমারোহে অনুষ্ঠিত হইবে।
ওরশ উপলক্ষ্যে মঞ্জিলের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। দেশ বিদেশের লাখো ভক্তের সমাগম ঘটে। আগত ভক্তরা মাইজভান্ডার শরীফের সকল রওজায় কোরান শরীফ ও অজিফা পাঠ এবং জিকির করতে দেখা যায়।
এ উপলক্ষে ছোট শাহজাদা সৈয়দ আনিস উদ্দিন মাইজভাণ্ডারী (রহ.) পরিবারের পক্ষ থেকে সকল আশেককে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
ওরশ শরীফের আইন শৃংখলা রক্ষায় ভ্রাম্যমাণ ম্যাজিষ্ট্রেট, পুলিশ, স্বেচ্ছাসেবক বাহিনী ও গাউছিয়া মঞ্জিলের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষার্থে প্রচুর স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে।
সালামান্তে—
মীর মোহাম্মদ শাহিন (প্রবাসী)
আশেকানে ভান্ডারী ও প্রকাশক
দৈনিক কালনেত্র, চুনারুঘাট, হবিগঞ্জ।
দ.ক.সিআর.২৪