➖
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাজার বাজার স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত আন্তঃউপজেলা T—10 ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন আজ। অত্র উপজেলার খোয়াই স্টেডিয়ামে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে বিকাল ২টায়।
উদ্বোধনী টিম হিসাবে আজ খেলবে রাজার বাজার স্পোর্টিং ক্লাব বনাম শাওন একাদশ।
চুনারুঘাট উপজেলার প্রায় ২৪টি টিম এই টুনার্মেন্টে অংশগ্রহন করবে। এতে অংশগ্রহন করা সকল ক্লাব এবং ক্রিকেট টিমকে একটি সুন্দর এবং সুশৃঙ্খল টুনার্মেন্ট উপহার দিতে রাজার বাজার স্পুটিং ক্লাব প্রতিজ্ঞাবদ্ধ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সহকারী কমিশনার (ভূমি), চুনারুঘাট। এছাড়াও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং RBS এর সিনিয়র সদস্যগণ উপস্থিত থাকবেন।
উল্লেখ্য যে, দর্শকদের জন্য থাকছে চমৎকার সুযোগ! সবচেয়ে উৎসাহী এবং প্রাণবন্ত সেরা পাঁচজন দর্শককে পুরস্কৃত করবে T—10 টুর্নামেন্টের আয়োজক রাজার বাজার স্পোটিং ক্লাব। এবং মাঠে এসে খেলা উপভোগ করতে আহ্বান জানিয়েছেন আয়োজক কমিটি।
আন্তঃউপজেলা T—10 ক্রিকেট টুর্নামেন্ট
চ্যাম্পিয়ন প্রাইজমানি- ১৫০০০ টাকা
রানার্সআপ প্রাইজমানি- ৮০০০ টাকা
আরবিএস ক্লাব, খোয়াই স্টেডিয়াম, রাজার বাজার, চুনারুঘাট, হবিগঞ্জ
দ.ক.খেলাধুলা