1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৮:৩৬ অপরাহ্ন

৮.৫০ টাকা মজুরি বৃদ্ধির অমানবিক সিদ্ধান্ত প্রত্যাখ্যান

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৭ বার পড়া হয়েছে

কালনেত্র প্রতিবেদক◾

৮.৫০ টাকা মজুরি বৃদ্ধির অমানবিক সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে চা-শ্রমিকের ১০ দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটির বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে।

গত ১১ সেপ্টেম্বর সিলেটের খাদিম চা বাগানে চা-শ্রমিকের ১০ দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহ্বানে অমানবিক এবং শ্রমিকের স্বার্থবিরোধী গেজেট বাস্তবায়নের যেই নীলনকশা বাংলাদেশীয় চা-সংসদ প্রকাশ করেছে তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের আহ্বায়ক সবুজ তাঁতীর সভাপতিত্বে এবং খাদিম চা-বাগান শাখার সদস্য সচিব দীপ্ত নায়েকের পরিচালনায় বক্তব্য রাখেন বুরজান চা-কারখানার পঞ্চায়েত সভাপতি এবং চা-শ্রমিকের ১০ দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটির নেতা বিলাস ব্যানার্জি, সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক এস এম শুভ, চা-শ্রমিকনেতা সাথী বেগম, চা-শ্রমিক নেতা কিরণ, চা-শ্রমিকের ১০ দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটির সংগঠক মনীষা ওয়াহিদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ২০২৩ সালের ১০ আগস্ট কারো সাথে আলোচনা না করেই সরকার ২০২৪ সাল থেকে প্রতি বছর ৫ শতাংশ (৮.৫০ টাকা) হারে চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধি পাবে জানিয়ে গেজেট প্রকাশ করে। চা-শ্রমিকরা সেই গেজেটের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তা বাতিলের দাবি তোলে এবং দৈনিক ৫০০ টাকা মজুরি বৃদ্ধির দাবিতে লাগাতার আন্দোলন কর্মসূচি পালন করে। ৫% হারে মজুরি বৃদ্ধি কার্যকর হওয়ার কথা থাকলেও চা-শ্রমিকদের আন্দোলনের সম্মুখে এই গেজেট ধোপে টিকবে না তা মালিকরা তার পূর্বাভাস পেয়েই রাজনৈতিক পরিস্থিতির সুযোগে হুট করে বিগত সরকারের গৃহীত গেজেট অনুযায়ী চা-শ্রমিকদের মজুরি ১৭০ টাকা থেকে মাত্র ৮.৫০ টাকা বাড়িয়ে ১৭৮.৫০ টাকা নির্ধারণ করে ৮ সেপ্টেম্বর ২০২৪ বিজ্ঞপ্তি দেয়, যা ১১/৮/২০২৪ থেকে ১০/৮/২০২৫ সাল পর্যন্ত কার্যকর থাকবে।

বক্তারা আরও বলেন, দুই বছর পরপর চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধি পায়। দীর্ঘ ১৯ দিন আন্দোলনের পরে সর্বশেষ ২০২১-২২ সালের মজুরি ২০২২ সালের আগস্ট মাসে ৫০ টাকা বৃদ্ধি পেয়ে ১৭০ টাকা নির্ধারিত হয়। তৎকালীন সরকার শ্রমিকপক্ষকে বাদ দিয়ে মালিকপক্ষের সাথে একতরফা মিটিং করে মজুরি বৃদ্ধির ঘোষণা দেয়। যদিও মজুরি বৃদ্ধির নিয়ম হচ্ছে শ্রমিকপক্ষ মালিকপক্ষের সাথে আলোচনা করে মজুরি নির্ধারণ করবেন। অসহায় চা-শ্রমিকরা নিরুপায় হয়ে ১৭০ টাকা মজুরিতেই কাজে যোগদান করেন। ৫০ টাকা মজুরি বৃদ্ধি পাওয়ায় চা-শ্রমিকদের বকেয়া এরিয়ার প্রায় ৩১ হাজার টাকা হলেও, মালিকরা তৎকালীন সরকারের সহযোগিতায় মাত্র ১১,০০০ টাকা পরিশোধ করে, বাকী ২০,০০০ টাকা থেকে চা-শ্রমিকদের বঞ্চিত করে।

চা শ্রমিকরা বলেন, বর্তমানে ঊর্ধ্বগতির বাজারে চা-শ্রমিকদের পক্ষে দৈনিক ১৭০ টাকা মজুরিতে সংসার চালানো অসম্ভব হয়ে পরেছে। যেখানে একটা ডিমের দাম ১৩/১৪ টাকা, মোটা চাল ৬০ টাকা, আলু ৬০ টাকা, ডাল ১২০ টাকা, ১ লিটার তেল ১৭০ টাকা, সেখানে মাত্র ৮.৫০ টাকা মজুরি বৃদ্ধি চা-শ্রমিকদের সাথে তামাশার নামান্তর। শুধুমাত্র ডাল-ভাত খেয়েও দৈনিক ১৭০ টাকা মজুরিতে ৫/৬ জনের সংসার চালানো বর্তমান বাস্তবতায় চালানো একেবারেই অসম্ভব।

ক_
সিআর-২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট