সম্পাদকীয়◾
এমন এক অথর্ব দেশে বসবাস করি যে দেশের মানুষ আমেরিকা বা ইউরোপ যাওয়াটা নিজের শ্রেষ্ঠত্ব মনে করে! শুধু তাই না, দেশের প্রথম শ্রেণির নাগরিক যখন ভিন্ন দেশে গিয়ে তৃতীয় শ্রেণির নাগরিক হিসাবে নাজুক জীবন যাপন করে তখনো এখানকার মানুষের ধারনা বদলায় না। ওটাই সেরা মনে করতে থাকে!
অনেক অযোগ্য লোককে দেখেছি টাকার জোরে, ভাই বা বাপ কিংবা স্বামীর কল্যাণে ইউরোপ বা আমেরিকায় স্থায়ী হয়ে আমাদের দেশের অশিক্ষিত মূর্খদের হাতে তালি পেতে। অসুবিধাটা ওখানে না। অসুবিধা হলো-
অশিক্ষিতদের হাতে তালি পেতে পেতে একটা সময় তাদের সাহস আরো বেড়ে যায়। সে আরেকটু সাহসি হয়ে যখন দেশের নিজ যোগ্যতায় যোগ্যতা সম্পূর্ণ সভ্য শিক্ষিতদের ডোমেনেট করতে চায়; তখন আসল খটকাটা লাগে!
দেশ পালানো গাধাগুলা এই সত্য ভাবে না যে, এর’তার জোরে সে যে ‘মহানকর্ম’ করে ফেলেছে তা করা যে কোন শিক্ষিত যোগ্য লোকের জন্য ক্ষনিক সময়ের মামলা!
আসাদ ঠাকুর
কবি, লেখক ও সাংবাদিক
ক_
সিআর—২৪