“তিন নদীর মোহনা”
কালনেত্র প্রতিবেদন▪️ “তিন নদীর মোহনা” সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার একটি দর্শনীয় স্থান।
এটি ভারতের মণিপুর থেকে বয়ে আসা বরাক নদী এবং বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাওয়া সুরমা ও কুশিয়ারা নদীর সংযোগস্থল। স্থানীয়দের মধ্যে এটা তি-গাঙ্গা নামে পরিচিত। তিন নদীর মোহনা এটা জকিগঞ্জ উপজেলার অন্তর্গত বারঠাকুরী ইউনিয়নে অবস্থিত। বারঠাকুরী ও আমলশীদের ঠিক মাঝামাঝি সিলেট-জকিগঞ্জ মেইন সড়কের পাশে একটা বাঁকের দক্ষিণমুখী রাস্তায় সোজা ‘তিন নদীর মোহনা।
এই মোহনার মনোমুগ্ধকর হিমশীতল হাওয়ার সাথে এক অপরূপ দৃশ্য আপনার মনকে জুড়িয়ে দিবে।
কে সিআর/২৪