1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
ট্রাক ভর্তি পাথরের নিচে লুকানো ভারতীয় জিরা জব্দ করেছে বিজিবি  মাঠপর্যায়ের প্রতিনিধিরাই গণমাধ্যমের মূল শক্তি- সিরাজুল মনির হবিগঞ্জে কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে নির্বাচনী অলিম্পিয়াড অনুষ্ঠিত দৈনিক বর্তমান বাংলার বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত চুনারুঘাটে গতরাতে সেনা অভিযানে গাঁজা-মদ বিক্রেতাদের আটক আয়েশা আহমেদের উপন্যাস ‘ভাঙা ঘরে চাঁদের আলো’র মোড়ক উন্মোচন ভোটাধিকার রক্ষায় খালেদা জিয়ার আন্দোলনের কথা স্মরণ করলেন আনিসুল  তারেক রহমানের আগমন উপলক্ষে শ্রীমঙ্গলে বিএনপির প্রস্তুতি সভা  মাধবপুরে ৩২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার পদক্ষেপ গণপাঠাগারের “আলোর পদক্ষেপ” বইয়ের মোড়ক উন্মোচন

হবিগঞ্জে কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে নির্বাচনী অলিম্পিয়াড অনুষ্ঠিত

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

 

গণতন্ত্রকে শক্তিশালী করার কার্যক্রমের অংশ হিসেবে হবিগঞ্জে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে নির্বাচনী অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে সুজন—সুশাসনের জন্য নাগরিক, হবিগঞ্জ জেলা কমিটির উদ্যোগে এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সুজন হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি এডভোকেট এলোক কান্তি চৌধুরী বিজন।

দুই পর্বে অনুষ্ঠিত এ আয়োজনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন নির্বাচনী অলিম্পিয়াড বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সুজন হবিগঞ্জ জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি এ এস এম মহসিন চৌধুরী।

দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন এডভোকেট এলোক কান্তি চৌধুরী বিজন এবং সঞ্চালনা করেন সুজন হবিগঞ্জ জেলা কমিটির সম্পাদক চৌধুরী মিজবাহুল বারী লিটন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ একরামুল ওয়াদুদ চৌধুরী, সিনিয়র সাংবাদিক ও হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল এবং জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন।

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে ৫০ নম্বরের ৩০ মিনিটের লিখিত অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভোটাধিকার প্রয়োগ একজন নাগরিকের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত তরুণ সমাজের একটি বড় অংশ এবার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবে। এ ক্ষেত্রে প্রার্থী ও রাজনৈতিক দল সম্পর্কে সচেতন সিদ্ধান্ত গ্রহণে তরুণদের উদ্বুদ্ধ করা অত্যন্ত জরুরি।

বক্তারা আরও বলেন, তরুণদের মধ্যে গণতন্ত্র ও নির্বাচন বিষয়ে জ্ঞান ও আগ্রহ সৃষ্টি, নাগরিক চেতনাবোধ জাগ্রত এবং ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতেই নাগরিক সংগঠন সুজন-এর সহযোগিতায় দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে এই নির্বাচনী অলিম্পিয়াডের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুজন জেলা কমিটির সহ-সভাপতি মীর গোলাম রাব্বানী, আব্দুর রকির, জালাল উদ্দিন রুমি, সুজন লাখাই উপজেলা কমিটির সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোতালিব তালুকদার দুলাল, ইয়ুথ লিডার আল আমিন সাঈফী, মিজান কাদ্বরী, আমিনুল ইসলাম সুমন, নুর আলম, মামুন মিয়া, শান্তা আক্তার, শারমিন আক্তার, পিয়াসী দেবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত প্রথম ১০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন। এছাড়া বিজয়ীসহ সকল অংশগ্রহণকারীকে সনদপত্র প্রদান করা হয়।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট