1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
বিজিবির অভিযানে ট্রাকভর্তি পাথরের নিচে লুকানো ভারতীয় জিরা জব্দ মাঠপর্যায়ের প্রতিনিধিরাই গণমাধ্যমের মূল শক্তি- সিরাজুল মনির হবিগঞ্জে কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে নির্বাচনী অলিম্পিয়াড অনুষ্ঠিত দৈনিক বর্তমান বাংলার বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত চুনারুঘাটে গতরাতে সেনা অভিযানে গাঁজা-মদ বিক্রেতাদের আটক আয়েশা আহমেদের উপন্যাস ‘ভাঙা ঘরে চাঁদের আলো’র মোড়ক উন্মোচন ভোটাধিকার রক্ষায় খালেদা জিয়ার আন্দোলনের কথা স্মরণ করলেন আনিসুল  তারেক রহমানের আগমন উপলক্ষে শ্রীমঙ্গলে বিএনপির প্রস্তুতি সভা  মাধবপুরে ৩২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার পদক্ষেপ গণপাঠাগারের “আলোর পদক্ষেপ” বইয়ের মোড়ক উন্মোচন

নদী দখল-দূষণকারীদের রেহাই নেই: সুতাং রক্ষায় ফুঁসে উঠেছে লাখাইবাসী

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

 

পারভেজ হাসান লাখাই : হবিগঞ্জের প্রাণ হিসেবে পরিচিত ‘সুতাং নদী’কে দখল ও দূষণমুক্ত করতে একাট্টা হয়েছে লাখাই উপজেলার সর্বসাধারণ। নদী রক্ষায় জনমত গড়তে উপজেলার বিভিন্ন প্রান্তে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে গণস্বাক্ষর কর্মসূচি’। স্থানীয় সচেতন নাগরিক ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই আন্দোলন এখন গণদাবিতে পরিণত হয়েছে।

এই গণস্বাক্ষর কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় সাংবাদিক ও সামাজিক সংগঠক পারভেজ হাসান। তিনি উপজেলার প্রতিটি গ্রামে, হাট-বাজারে ও সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে নদী রক্ষার গুরুত্ব তুলে ধরছেন এবং গণস্বাক্ষর সংগ্রহ করছেন।

কর্মসূচি চলাকালীন পারভেজ হাসান সংবাদকর্মীদের বলেন, সুতাং নদী বাঁচলে, বাঁচবে আমাদের প্রাণ। এটি শুধু একটি নদী নয়, এটি আমাদের মা। কোম্পানির বিষাক্ত বর্জ্য দিয়ে এই নদীকে আর বিষিয়ে দিতে দেওয়া হবে না। দখলদার ও দূষণকারীরা দেশ ও দশের শত্রু।

আন্দোলনের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি জানান, প্রাথমিক পর্যায়ে সংগৃহীত গণস্বাক্ষরসহ হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হবে এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।

পারভেজ হাসান আরও বলেন,শিল্পকারখানার বিষাক্ত বর্জ্য ও নিষিদ্ধ পানি সরাসরি নদীতে ফেলা বন্ধ না হলে লাখাইবাসীকে সাথে নিয়ে ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে কঠোর কর্মসূচি পালন করা হবে।প্রয়োজনে এই নদী রক্ষায় আইনি লড়াই বা উচ্চ আদালতে রিট করা হবে। নদী রক্ষায় যেকোনো অপশক্তির বিরুদ্ধে লাখাইবাসীকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

গণস্বাক্ষর চলাকালীন আন্দোলনকারীদের মুখে বিভিন্ন দাবি ও স্লোগান শোনা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল— বিষাক্ত বর্জ্য বন্ধ করো, সুতাং নদী রক্ষা করো,দখল-দূষণমুক্ত নদী চাই, বেঁচে থাকার অধিকার চাই”এবং একটি স্বাক্ষর, একটি দাবি; সুতাং নদী রক্ষার চাবিকাঠি।
এলাকাবাসীর দাবি, শিল্প বর্জ্যের কারণে এক সময়ের প্রমত্তা সুতাং নদী এখন মৃতপ্রায়। মাছের বংশবৃদ্ধি বন্ধ হয়ে গেছে এবং নদীর পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এই গণস্বাক্ষর কর্মসূচির মাধ্যমে তারা প্রশাসনের টনক নাড়াতে চান।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট