
হবিগঞ্জ প্রতিনিধি : নারায়ণপুরে ০৩ জানুয়ারি ২০২৬ (শনিবার) ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও বিপুল দর্শক উপস্থিতিতে দিনব্যাপী এই টুর্নামেন্টটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য প্রাইজমানি হিসেবে প্রদান করা হয় ২০,০০০ টাকা এবং রানার্সআপ দলকে দেওয়া হয় ১০,০০০ টাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান মোবারক, যুব আহ্বায়ক, হবিগঞ্জ জেলা যুবদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দাল আহমেদ, এস. ইফতেখার রহমান ইফতি, সি.পি. চন্দন এবং নাট্য ও সাংস্কৃতিক কর্মী চৌধুরী তাওহীদ বিন আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রিয়াজ উদ্দিন।
টুর্নামেন্টটি সফলভাবে আয়োজন ও বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় ছিলেন কাজল গোপ, সুকান্ত গোপ (অধ্যক্ষ), ডা. সঞ্জয় গোপ, সুভাষ গোপ (শিক্ষক), জীবন গোপ, লিটন গোপ (J.B.L), আকাশ গোপ (ছাত্র), ইমরান গোপ, রুবেল গোপ, নিত্যানন্দ গোপ, শুভ্রত গোপ, জুটু গোপ, নীলিম গোপ (শিক্ষক), অন্তু গোপ (শিক্ষক), রতন গোপ (কবি), জয় গোপ, তন্ময় গোপ (ছাত্র), মিঠু গোপ, সায়েম গোপ (মেডিকেল শিক্ষার্থী), রাজেশ গোপ, বিকাশ গোপ, সুশান্ত গোপ, খুদ্দুস গোপ, রাকিব গোপসহ আরও অনেকে।
নারায়ণপুরের বিশিষ্ট মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আয়োজিত এই টুর্নামেন্ট স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে এবং সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করবে।
দ.ক.সিআর.২৫