
জেলা প্রতিনিধি : হবিগঞ্জ জেলায় যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষ্যে আজ ২৫ ডিসেম্বর বৃহস্পতি বার হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুন জেলার বিভিন্ন গির্জা পরিদর্শন করেন।
এসময় জেলায় অবস্থিত গির্জা এবং চার্চ পরিদর্শনকালে পুলিশ সুপার ধর্মযাজকবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বড়দিন উপলক্ষ্যে খ্রিস্টান ধর্মাবলম্বী সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
পুলিশ সুপারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপনের আহ্বান জানান। তিনি কেক কাটায় অংশগ্রহণ করেন এবং গির্জায় উপস্থিত শিশুদের নিজ হাতে কেক কেটে খাওয়ান। এসময় গির্জাগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। উপস্থিত ধর্মপ্রাণ খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজন আইনশৃঙ্খলা রক্ষায় আরএমপি’র গৃহীত নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করেন।
দ.ক.সিআর.২৫