
পারভেজ হাসান লাখাই : শীতের আমেজ আর আধ্যাত্মিক চেতনার মেলবন্ধনে মুখরিত হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা বাজার। আজ বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৬০ আউলিয়ার অন্যতম ও হযরত শাহ জালাল (রহঃ)-এর সমসাময়িক সাধক হযরত শাহ বায়েজিদ (রহঃ)-এর ৭৮৮তম বার্ষিক ওরস মোবারক। প্রতি বছরের ন্যায় পৌষ মাসের ৯ তারিখে আয়োজিত এই ওরসকে কেন্দ্র করে পুরো এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ।
মাজার কর্তৃপক্ষ জানান, ওরসের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে মঙ্গলবার দিবাগত শেষ রাতে (সুবেহ সাদিকে) মাজারে গিলাফ চড়ানোর মধ্য দিয়ে। আজ দিনভর চলবে জিকির-আসকার ও ধর্মীয় আলোচনা। আগামীকাল বৃহস্পতিবার ভোরে (বুধবার দিবাগত শেষ রাতে) আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘটবে এই আধ্যাত্মিক মিলনমেলার।
ওরসকে কেন্দ্র করে মাজার সংলগ্ন মাঠে বসেছে বিশাল লোকজ মেলা, যা স্থানীয়দের কাছে ‘বুল্লার মেলা’ নামে সমধিক পরিচিত। মেলা উপলক্ষে কয়েক দিন আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা এসে তাদের পসরা সাজিয়েছেন। মেলার বিশেষ আকর্ষণগুলো হলো শিশুদের বিনোদন,মেলায় ছোটদের জন্য রয়েছে নাগরদোলা ও ঐতিহ্যবাহী ঘোড়দৌড়।খেলনা, কসমেটিকস, মৃৎশিল্প (মাটির তৈরি জিনিস), কুটির শিল্প ও লৌহজাত পণ্যের পাশাপাশি এখানে বিশাল সমাহার ঘটেছে দৃষ্টিনন্দন কাঠের ফার্নিচারের।
প্রায় ৭শ বছর আগে এই অঞ্চলে ধর্ম প্রচার করতে এসেছিলেন হযরত শাহ বায়েজিদ (রহঃ)। তার স্মৃতিধন্য এই মেলা এখন কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এ অঞ্চলের মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের বিভিন্ন কর্মস্থলে থাকা লাখাইয়ের মানুষ এই ওরস ও মেলা উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফেরেন। আশপাশের কয়েক গ্রামের হাজার হাজার মানুষের পদচারণায় এখন মুখর বুল্লা গ্রাম।
মাজার সংশ্লিষ্টরা জানান, শান্তি-শৃঙ্খলার সাথে ওরস সম্পন্ন করতে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। আগত ভক্ত ও আশেকানদের নিরাপত্তা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক ও স্থানীয় প্রশাসন সজাগ দৃষ্টি রাখছে।
দ.ক.সিআর.২৫