
কালনেত্র প্রতিবেদক
চুনারুঘাটের রেমা চা বাগানের শ্রমিকরা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৩শ রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন। সোমবার (১০ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার গাজীপুর ইউনিয়নের রেমা চা বাগানের নাটমঞ্চে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুখলিছুর রহমানের ব্যবস্থাপনায় স্থানীয় ইউনিয়ন জামায়াত এই কর্মসূচির আয়োজন করে।
আয়োজকরা জানান, ক্যাম্পে ২জন জন চিকিৎসক হৃদরোগ, মেডিসিন, চর্মরোগ এবং শিশু রোগের চিকিৎসা প্রদান করেন। এছাড়াও ডায়াবেটিক নির্ণয়সহ বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার সেবাও তাৎক্ষণিকভাবে রোগীদের প্রদান করা হয়।
রেমা চা বাগানের নাটমঞ্চে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম সাজল। প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুখলিছুর রহমান বলেন, দেশের সরকারী ব্যবস্থাপনায় স্বাস্থ্যখাত অবহেলিত। চা বাগানগুলোও তার বাইরে নেই। আমরা চুনারুঘাট মাধবপুরের স্বাস্থ্য সেবাকে গ্রামীণ পর্যায়ে পৌঁছে দেয়ার জন্য এ চিকিৎসা ক্যাম্প চালু করেছি। তদ্মধ্যে রেমা চা বাগানসহ পুরো চুনারুঘাটে এ পর্যন্ত ৫টি ফ্রি চিকিৎসা ক্যাম্প আয়োজন করেছি। এখানে অপেক্ষাকৃত গরীব অস্বচ্ছল রোগীরা স্বাস্থ্য সেবা পেয়েছে। জামায়াতে ইসলামী আগামীতে ক্ষমতায় আসলে স্বাস্থ্য সেবার গুণগত পরিবর্তন হবে।
তিনি আরও বলেন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে বাংলাদেশ জামায়তে ইসলামী অঙ্গীকারবদ্ধ।
এই আয়োজনে নেতৃত্ব দেন ১নং গাজীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ নুরুল ইসলাম (সাজল) এবং ইউনিয়ন জামায়াতের টিম সদস্যবৃন্দ।
দ.ক.সিআর.২৫