
কালনেত্র প্রতিবেদন: ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ আয়োজিত “ অসংক্রামক রোগ প্রতিরোধ ও তরুণদের সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের প্রয়োজনীয়তা: তরুণ চিকিৎসকদের করণীয়” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, আমাদের বিদ্যালয়গুলোকে তামাকমুক্ত করতে ব্যবস্থা নিতে হবে।
শুধু ধূমপান নয়, পান ও জর্দাসহ সব তামাকপণ্যই ক্ষতিকর। ধোঁয়াবিহীন তামাককে অনেক সময় কম ক্ষতিকর ভাবা হয়, অথচ সেটিও ভয়াবহ ক্ষতি করে। তাই শিক্ষকদের প্রশিক্ষণে তামাকবিরোধী সচেতনতা অন্তর্ভুক্ত করতে হবে, যেন তারা শ্রেণিকক্ষে তা বাস্তবায়ন করতে পারেন।
দ.ক.সিআর.২৫