
সারোয়ার নেওয়াজ শামীম, চুনারুঘাট: বাংলাদেশ হাইপারটেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভ (বিএইচসিআই) কর্মসূচির আওতায় চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
এখন পর্যন্ত এই কর্মসূচির মাধ্যমে উচ্চ রক্তচাপ পরিমাপ করা হয়েছে (৭০৫৪৩) জন, তার মধ্যে চার হাজার পাচশত উনিষ জন ( ৪৫১৯) জন উচ্চ রক্তচাপ এবং (২,৯৭৯) দুই হাজার নয়শত উনআশি জন ডায়াবেটিস রোগী সনাক্ত। তাদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সেবা দেওয়া হচ্ছে।
জনগণের স্বাস্থ্যসেবায় এই উদ্যোগ চুনারুঘাটে বাস্তব পরিবর্তন এনে দিয়েছে। নিয়মিত চিকিৎসা, পরামর্শ ও ওষুধ গ্রহণের ফলে গড়ে ৭১% রোগীর রক্তচাপ নিয়ন্ত্রণে এসেছে, যা একটি প্রশংসনীয় সাফল্য।
চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, ও স্বাস্থ্যকর্মীদের নিবেদিত প্রচেষ্টা এবং রোগীদের সচেতনতা এই অর্জনকে সম্ভব করেছে। এই ধারাবাহিক উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্যসচেতনতা বাড়ছে, এবং “সুস্থ চুনারুঘাট” গড়ার লক্ষ্য নিয়ে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
এ পর্যন্ত হবিগঞ্জ এর চুনারুঘাট উপজেলা উচ্চরক্ত চাপ ও ডায়াবেটিকস এ সাফল্য রাখছে।
দ.ক.সিআর.২৫