
অনলাইন: আজ যে স্ত্রী মোবাইলে বেশি সময় দেয়, কাল সে সংসারের ভাঙন নিয়েই কাঁদবে!
আজকাল ঘরে দু’জন মানুষ থাকলেও, তাদের মাঝে দেয়াল হয়ে দাঁড়িয়েছে একটা ছোট্ট যন্ত্র—মোবাইল। স্বামী সারাদিনের ক্লান্তি নিয়ে ঘরে ফেরে, একটা হাসি, দুটো মিষ্টি কথা চায়। কিন্তু স্ত্রী তখন ডুবে থাকে ফেসবুকের ছবিতে, ইনস্টাগ্রামের রিলসে বা অন্যের সাজানো সুখের গল্পে।
যে সময়টা স্বামী-স্ত্রীর একান্ত সময় হওয়ার কথা, যে মুহূর্তে সম্পর্ক গভীর হওয়ার কথা, যে সময়ে দুজনের মাঝে ভালোবাসার সেতু গড়ার কথা- সেই সময়টা হারিয়ে যায় মোবাইলের নীল আলোয়।
আজ যে স্ত্রী স্বামীকে অবহেলা করে স্ক্রিনে ডুবে আছে, সে হয়তো টেরই পাচ্ছে না, তার সংসারের ভিত ধীরে ধীরে নড়বড়ে হয়ে যাচ্ছে। স্বামী যখন একাকিত্বে ভুগতে থাকে, তখন বাইরের প্রশংসা, বাইরের মায়া, বাইরের হাসি—সবকিছুই তার কাছে আশ্রয় হয়ে ওঠে। এভাবেই শুরু হয় দূরত্ব, আর দূরত্ব থেকেই তৈরি হয় ভাঙন।
▪️মোবাইলের নেশা হয়তো সাময়িক আনন্দ দেয়, কিন্তু স্বামীর হৃদয়ের আঘাত একদিন সংসারের মৃত্যু ডেকে আনে।
▪️আজ আপনি যত বেশি সময় স্ক্রিনে দিচ্ছেন, কাল হয়তো সেই স্ক্রিনেই দেখবেন নিজের ভাঙা সংসারের গল্প।
মনে রাখবেন— সংসার টিকে থাকে ভালোবাসায়, লাইকে নয়। সম্পর্ক বাঁচে আদরে, কমেন্টে নয়।
দ.ক.সিআর.২৫