
এস এ সাদিকার কবিতা “শিক্ষকের অধিকার”
_________
শিক্ষক হলো শ্রদ্ধেয় ব্যক্তি,
মাথার তুল্য তাজ,
লাঠি দিয়ে পুলিশ তোরা,
করলি কেন চার্জ?
তোরা ঠিকই ভরিস থলি,
মাসের শেষে বেশ,
যাদের শিক্ষায় পেলি চাকরি,
তাদের মারিস ঠেস।
জ্ঞান দিয়েছে আলোর দিশা,
মানুষ হওয়ার পাঠ,
আজ তাদের অপমান করে,
করিস কেন নাট?
শিক্ষক মানে দেশের প্রাণ,
প্রথম শিখার দান,
তাদের প্রতি অন্যায় মানে,
নিজের হারা মান।
বৈষম্য ঘেরা সমাজে,
চলছে অন্য রেশ,
শিক্ষকের এই অন্যায় করা
করবি কবে শেষ।
তাদের দাবি মেনে নিয়ে
সৎ থাকো নিজে,
মানুষ হওয়া শেখো আজই,
স্থির পথে ভিজে।
প্রজ্ঞাপন দাও তাড়াতাড়ি,
দাবি মেনে নাও,
উপদেষ্টা করো বিচার,
বৈষম্য হটাও।
শিক্ষক দাবি মানো এখন,
ন্যায়বিচার দাও,
অবহেলা নয় আর কখনো,
আজ না হলেও পাও।
চলুন এক সঙ্গে আজ দাঁড়াই,
অন্যায়ের লড়াই,
শিক্ষকের অধিকার রক্ষা করি,
ভবিষ্যৎ আজ গড়াই।
—সমাপ্ত—