নাফিজ মাহমুদ,: ববগুনা শহরজুড়ে আবারও শুরু হয়েছে তীব্র লোডশেডিং। দিনের বেলা থেকে গভীর রাত পর্যন্ত অনিয়মিতভাবে বিদ্যুৎ চলে যাচ্ছে বারবার। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী ও অফিসপাড়া এলাকার কর্মজীবী মানুষ।
বাসিন্দারা অভিযোগ করেছেন, বিদ্যুৎ যাওয়ার আগে কোনো ধরনের আগাম বার্তা বা সময়সূচি জানানো হচ্ছে না। হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়ায় ঘরে পানি তোলা, ফ্রিজ-ফ্যান চালানো, মোবাইল চার্জসহ দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে। অনেকে বলেন, দিনরাত গরমে ঘুমানো কষ্টকর হয়ে পড়েছে।
শিক্ষার্থীদেরও পড়ালেখায় ব্যাপক সমস্যা দেখা দিয়েছে। রাতের বেলা হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় শিক্ষার্থীরা পড়ালেখা করতে পারছে না। শহরের বিভিন্ন এলাকায় মোমবাতি বা মোবাইলের আলোয় লেখাপড়া করতে হচ্ছে শিক্ষার্থীদের। এতে তাদের মনোযোগ ও অধ্যয়ন ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন অভিভাবকরা।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় দোকান ও বাজারের ব্যবসা-বাণিজ্যেও পড়ছে বিরূপ প্রভাব। ফ্রিজে সংরক্ষিত পণ্য নষ্ট হচ্ছে, ক্রেতারা অন্ধকারে কেনাকাটা করতে পারছেন না। বিশেষ করে রাতের বেলা অন্ধকারে নিরাপত্তা ঝুঁকিও বেড়েছে।
এদিকে, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, জাতীয় গ্রিডে সরবরাহ ঘাটতির কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তারা পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং সাধারণ মানুষের অসুবিধা কমাতে বিকল্প ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
চলমান এই অনিয়মিত বিদ্যুৎ সরবরাহে ক্ষোভ প্রকাশ করেছেন বরগুনাবাসী। তারা দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।
দ.ক.সিআর.২৫