নাফিজ মাহমুদ হাওলাদার : ইলিশ ধরায় সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞার কারণে বরগুনা পৌর মাছ বাজার এখন ইলিশশূন্য। ফলে ক্রেতারা বিকল্প হিসেবে ঝুঁকছেন চাষকৃত পাঙ্গাস মাছের দিকে। বাজারে গিয়ে দেখা গেছে, অন্যান্য মাছের তুলনায় পাঙ্গাসের চাহিদা ও বিক্রি দুই-ই বেড়েছে।
শনিবার (১১ অক্টোবর) সকালে বরগুনা পৌর মাছ বাজার ঘুরে দেখা যায়, ইলিশের দেখা নেই কোথাও। চাষকৃত পাঙ্গাস মাছ কেজি প্রতি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়। ইলিশ না থাকায় রুই, কাতলা, তেলাপিয়া ও অন্যান্য স্থানীয় মাছের দামও কিছুটা বেড়েছে।
বাজারের এক মাছ বিক্রেতা বলেন, “ইলিশ ধরা বন্ধ থাকায় এখন ক্রেতারা পাঙ্গাসই বেশি নিচ্ছে। দামও তুলনামূলকভাবে কম, তাই বিক্রি ভালো।”
এক ক্রেতা জানান, “ইলিশের বাজারে অভাব থাকায় বাধ্য হয়েই পাঙ্গাস নিচ্ছি। অন্তত রান্না করার মতো একটা মাছ তো দরকার।”
জানা গেছে, প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের জন্য দেশের সব নদীতে ইলিশ ধরা, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার। এ কারণে জেলার বাজারগুলোতে ইলিশের দেখা নেই।
স্থানীয় ব্যবসায়ীরা আশা করছেন, নিষেধাজ্ঞা শেষ হলে আবারও বাজারে ইলিশের সরবরাহ বাড়বে এবং বাজারে আগের প্রাণচাঞ্চল্য ফিরে আসবে।
দ.ক.সিআর.২৫