1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০৭:৩১ অপরাহ্ন

বরগুনা পৌর মাছ বাজার ইলিশ শূন্য, নিষেধাজ্ঞায় বেড়েছে পাঙ্গাসের চাহিদা

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

নাফিজ মাহমুদ হাওলাদার : ইলিশ ধরায় সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞার কারণে বরগুনা পৌর মাছ বাজার এখন ইলিশশূন্য। ফলে ক্রেতারা বিকল্প হিসেবে ঝুঁকছেন চাষকৃত পাঙ্গাস মাছের দিকে। বাজারে গিয়ে দেখা গেছে, অন্যান্য মাছের তুলনায় পাঙ্গাসের চাহিদা ও বিক্রি দুই-ই বেড়েছে।

শনিবার (১১ অক্টোবর) সকালে বরগুনা পৌর মাছ বাজার ঘুরে দেখা যায়, ইলিশের দেখা নেই কোথাও। চাষকৃত পাঙ্গাস মাছ কেজি প্রতি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়। ইলিশ না থাকায় রুই, কাতলা, তেলাপিয়া ও অন্যান্য স্থানীয় মাছের দামও কিছুটা বেড়েছে।

বাজারের এক মাছ বিক্রেতা বলেন, “ইলিশ ধরা বন্ধ থাকায় এখন ক্রেতারা পাঙ্গাসই বেশি নিচ্ছে। দামও তুলনামূলকভাবে কম, তাই বিক্রি ভালো।”

এক ক্রেতা জানান, “ইলিশের বাজারে অভাব থাকায় বাধ্য হয়েই পাঙ্গাস নিচ্ছি। অন্তত রান্না করার মতো একটা মাছ তো দরকার।”

জানা গেছে, প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের জন্য দেশের সব নদীতে ইলিশ ধরা, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার। এ কারণে জেলার বাজারগুলোতে ইলিশের দেখা নেই।

স্থানীয় ব্যবসায়ীরা আশা করছেন, নিষেধাজ্ঞা শেষ হলে আবারও বাজারে ইলিশের সরবরাহ বাড়বে এবং বাজারে আগের প্রাণচাঞ্চল্য ফিরে আসবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট