
কবি, সাংবাদিক ও সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর জীবন ও সৃজনশীল কর্মকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি আয়োজন করা হয় ২৯ ডিসেম্বর ২০১৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে।
অনুষ্ঠানে সঞ্জীব চৌধুরীর সাহিত্য, সংগীত ও সাংবাদিকতায় অনন্য অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তাঁর চিন্তা, দর্শন ও সৃষ্টিশীলতার প্রভাব নতুন প্রজন্মের জন্য কতটা গুরুত্বপূর্ণ—সে বিষয়গুলো বক্তাদের আলোচনায় উঠে আসে। এ উপলক্ষে সঞ্জীব চৌধুরী সংগীত সম্মাননা প্রদান করা হয় বিশিষ্ট সংগীত প্রশিক্ষক স্বদেশ দাশ–কে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট দেওয়ান মিরাজ গাজী (সাবেক সভাপতি, থিংক এডুকেশন), অধ্যাপক ইলিয়াস বখত চৌধুরী জালাল (অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, সরকারি বৃন্দাবন কলেজ), দীপক চক্রবর্তী (সভাপতি, সম্মিলিত নাগরিক আন্দোলন, হবিগঞ্জ), বাউলি চৌধুরী (বাচিক শিল্পী ও শিক্ষক), ডা. সৈয়দ এম আবরার জাবের (শিশু চিকিৎসক ও সমাজকর্মী), এম. এ. ওয়াহিদ (সাধারণ সম্পাদক, হবিগঞ্জ সাহিত্য পরিষদ), গোলাম সারওয়ার খান (সমাজকর্মী ও তরুণ উদ্যোক্তা) এবং জিয়াউল হাসান জিনু (এম. এস., চারুকলা অনুষদ, ঢাকা)।
অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ পর্ব ছিল কবিতা আবৃত্তি। এ পর্বটি আয়োজন করে পদক্ষেপ আবৃত্তি পরিষদ এবং সহযোগিতা করে হবিগঞ্জের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। পুরো আয়োজনজুড়ে ছিল সঞ্জীব চৌধুরীর সৃজনশীল জীবন, মানবিক চেতনা ও আদর্শকে শ্রদ্ধাভরে স্মরণ করার আবহ।
আয়োজক সূত্রে জানা গেছে, অচিরেই পার্থ-সঞ্জীব স্মৃতি পরিষদ, হবিগঞ্জ–এর একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে, যা ভবিষ্যতে সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল ও বেগবান করবে।
এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাইফুর রহমান চৌধুরী পাপলু এবং খোয়াই থিয়েটারের নাট্যকর্মী ও শব্দকথা লেখক-পাঠক ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য চৌধুরী তাওহীদ বিন আজাদ।
দ.ক.সিআর.২৫