স্টাফ রিপোর্টার : শব্দকথা প্রকাশনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১০ জানুয়ারি (শনিবার) হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে “শব্দকথা সাহিত্য উৎসব–২০২৬”।
অনুষ্ঠানটি দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের।
উৎসব আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দিনব্যাপী এ আয়োজনে পিঠা মেলা, সাহিত্য আলোচনা, কবিতা পাঠ, সংগীত পরিবেশনসহ নানাবিধ সাংস্কৃতিক আয়োজন থাকবে।
শব্দকথা প্রকাশনের সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদ লেখক, পাঠক, সাংবাদিক, শিল্পী, সাহিত্যপ্রেমী ও শুভানুধ্যায়ীদের উক্ত অনুষ্ঠানে সবান্ধব ও সপরিবারে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।