1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
ট্রাক ভর্তি পাথরের নিচে লুকানো ভারতীয় জিরা জব্দ করেছে বিজিবি  মাঠপর্যায়ের প্রতিনিধিরাই গণমাধ্যমের মূল শক্তি- সিরাজুল মনির হবিগঞ্জে কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে নির্বাচনী অলিম্পিয়াড অনুষ্ঠিত দৈনিক বর্তমান বাংলার বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত চুনারুঘাটে গতরাতে সেনা অভিযানে গাঁজা-মদ বিক্রেতাদের আটক আয়েশা আহমেদের উপন্যাস ‘ভাঙা ঘরে চাঁদের আলো’র মোড়ক উন্মোচন ভোটাধিকার রক্ষায় খালেদা জিয়ার আন্দোলনের কথা স্মরণ করলেন আনিসুল  তারেক রহমানের আগমন উপলক্ষে শ্রীমঙ্গলে বিএনপির প্রস্তুতি সভা  মাধবপুরে ৩২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার পদক্ষেপ গণপাঠাগারের “আলোর পদক্ষেপ” বইয়ের মোড়ক উন্মোচন

মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম গণতান্ত্রিক নির্বাচন ১৯ জানুয়ারি

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

 

মথি ত্রিপুরা রুমা, বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের রুমা উপজেলায় মারমা সম্প্রদায়ের একমাত্র সামাজিক সংগঠন মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (মাওএ)-এর ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৯ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত সোমবার (৫ জানুয়ারি) দুপুরে রুমা বাজার সংলগ্ন মাওএ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল ঘোষণা করেন মাওএ-এর এডহক কমিটির আহ্বায়ক ও রুমা সাঙ্গু সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুইপ্রুচিং মারমা।

এ সময় উপস্থিত ছিলেন রুমা প্রেস ক্লাবের সভাপতি ও মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি শৈহ্লাচিং মারমা, মাওএ এডহক কমিটির সদস্য ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুম্রাউ মারমা, চিংশৈথুই মারমা, মাজাইনু মারমা, জুলিমং মারমা, সাংবাদিক উবাসিং মারমাসহ মারমা সম্প্রদায়ের স্থানীয় নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৯ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। এই নির্বাচনের মাধ্যমে সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও সাংগঠনিক সম্পাদক—এই চারটি গুরুত্বপূর্ণ পদে ভোটারদের প্রত্যক্ষ ভোটে প্রতিনিধি নির্বাচিত হবেন।

তফসিল অনুযায়ী, ৮ জানুয়ারি থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। ১১ জানুয়ারি মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। ১৫ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। মনোনয়ন ফরমের নির্ধারিত ফি রাখা হয়েছে ৫০০ টাকা। নির্বাচনে প্রার্থী হতে হলে প্রার্থীকে অবশ্যই মারমা সম্প্রদায়ের সদস্য এবং রুমা উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত বা রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ব্যক্তিরা এ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না—এমন শর্তও আরোপ করা হয়েছে।

ভোটার তালিকা প্রসঙ্গে জানানো হয়- সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী, মৌজা হেডম্যান, পাড়া প্রধান কারবারি, বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিসহ সমাজে গ্রহণযোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা ভোটার হিসেবে তালিকাভুক্ত হতে পারবেন। তবে ভোটারদেরও অবশ্যই মারমা সম্প্রদায়ের এবং রুমা উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

নির্বাচন সংক্রান্ত যাবতীয় তথ্য ও আবেদনপত্র সংগ্রহের জন্য মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যালয়ে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।

এডহক কমিটির সদস্য সচিব ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন এডহক কমিটির আহ্বায়ক সুইপ্রুচিং মারমা।

উল্লেখ্য, ১৯৯০ সালের ১০ জুন মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার পর এই প্রথম গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তফসিল ঘোষণার পর থেকেই রুমা উপজেলায় মারমা সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট