1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
মাঠপর্যায়ের প্রতিনিধিরাই গণমাধ্যমের মূল শক্তি- সিরাজুল মনির হবিগঞ্জে কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে নির্বাচনী অলিম্পিয়াড অনুষ্ঠিত দৈনিক বর্তমান বাংলার বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত চুনারুঘাটে গতরাতে সেনা অভিযানে গাঁজা-মদ বিক্রেতাদের আটক আয়েশা আহমেদের উপন্যাস ‘ভাঙা ঘরে চাঁদের আলো’র মোড়ক উন্মোচন ভোটাধিকার রক্ষায় খালেদা জিয়ার আন্দোলনের কথা স্মরণ করলেন আনিসুল  তারেক রহমানের আগমন উপলক্ষে শ্রীমঙ্গলে বিএনপির প্রস্তুতি সভা  মাধবপুরে ৩২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার পদক্ষেপ গণপাঠাগারের “আলোর পদক্ষেপ” বইয়ের মোড়ক উন্মোচন নির্বাচনী নিরাপত্তায় অভিযান শুরু, চুনারুঘাটে সেনাবাহিনীর টহল জোরদার

আউশকান্দি কিবরিয়া রোডে আন্ডারপাসের দাবীতে মানববন্ধন

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

 

জামাল হোসেন লিটন ।।ঢাকা–সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি থেকে নিলাম বাজারগামী শহীদ কিবরিয়া রোডের সংযোগস্থল ও বাজার প্রবেশমুখে একটি আন্ডারপাস নির্মাণের দাবিতে সহস্রাধিক ছাত্র-জনতার অংশগ্রহণে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১০টি গ্রামের সর্বস্তরের মানুষের উদ্যোগে সোমবার (৫ জানুয়ারি) সকাল ১১টায় আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরব্বি হাজী শানুর মিয়া। শ্রমিক নেতা রোমান মিয়া ও বদরুজ্জামান ছানুর যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি. কে. গউছ, হবিগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শাহজাহান আলী, নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মতিউর রহমান (পিয়ারা), সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান শেফু, আউশকান্দি আর.পি. উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইকবাল বাহার তালুকদার, নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শাহ সুলতান আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, আউশকান্দি শহীদ কিবরিয়া চত্বরের উত্তরে আউশকান্দি, দীঘলবাক ও ইনাতগঞ্জ ইউনিয়নের হাজারো মানুষ প্রতিদিন ঢাকা–সিলেট মহাসড়ক অতিক্রম করে যাতায়াত করেন। এলাকাটিতে বাজারসহ একাধিক স্কুল, কলেজ, মাদরাসা, ব্যাংক ও বীমা অফিস থাকায় বিপুলসংখ্যক শিক্ষার্থী ও সাধারণ মানুষকে প্রতিদিন ঝুঁকি নিয়ে সড়ক পার হতে হয়। দ্রুতগতির যানবাহনের কারণে বিশেষ করে শিশু ও কিশোর শিক্ষার্থীদের নিরাপদ চলাচল মারাত্মক হুমকির মুখে পড়েছে।

বক্তারা আরও জানান, গত কয়েক বছরে এই স্থানে সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জনের প্রাণহানি ঘটেছে এবং বহু মানুষ আহত হয়েছেন। দুর্ঘটনায় কৃষকদের গবাদি পশুও মারা গেছে। প্রস্তাবিত ঢাকা–সিলেট চার লেন (ছয় লেন) মহাসড়ক প্রকল্প বাস্তবায়িত হলে ওই এলাকায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

মানববন্ধন থেকে শিক্ষার্থী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত আউশকান্দি কিবরিয়া রোডের প্রবেশমুখে একটি আন্ডারপাস নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হয়। বক্তারা বলেন, দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট