
হবিগঞ্জের নেক্সাস একাডেমিক কেয়ার ও পাঠশালা একাডেমিক কেয়ারের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেছে ফিউশন ডান্স একাডেমি।
অনুষ্ঠানে দর্শকদের মুগ্ধ করে নৃত্য পরিবেশন করেন লিমা আক্তার লিজা, আব্দুল্লাহ আল মামুন, দেলোয়ার হোসেন, তাইফা জান্নাত মিনহা, হুমায়রা জান্নাত মিম, জান্নাত ও উর্মী। নৃত্য পরিবেশনাটি ছিল ছন্দ, তাল ও আবেগের সুন্দর সমন্বয়, যা অনুষ্ঠানের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে।
ফিউশন ডান্স একাডেমির প্রশিক্ষক ইশতিয়াক আহমেদ সাকির দিকনির্দেশনা ও পরিশ্রমে নৃত্যশিল্পীরা সাবলীল ও প্রাণবন্ত পরিবেশনা উপহার দেন।
অনুষ্ঠানের সার্বিকসহযোগিতায় ছিলেন সাইফুর রহমান চৌধুরী পাপলু এবং নাট্য ও সাংস্কৃতিক কর্মী চৌধুরী তাওহীদ বিন আজাদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
বর্ষপূর্তির এই আয়োজন শিক্ষার পাশাপাশি সংস্কৃতিচর্চার গুরুত্ব তুলে ধরেছে এবং উপস্থিত দর্শকদের মাঝে আনন্দ ও উৎসবের আবহ সৃষ্টি করেছে।
দ.ক.সিআর.২৫