
বিজয় দিবস শুধু একটি জাতীয় উৎসব নয়, এটি বাঙালি জাতির আত্মপরিচয় ও গৌরবের প্রতীক—এমন মন্তব্য করেছেন অভিনেতা ও নাট্যকর্মী চৌধুরী তাওহীদ বিন আজাদ। তিনি বলেন, “এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ ও সংগ্রামের কথা। তাঁদের রক্তের বিনিময়েই আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ।”
তিনি আরও বলেন, বিজয় দিবস নতুন প্রজন্মের জন্য ইতিহাস জানার ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। স্বাধীনতার প্রকৃত মূল্য বুঝে দেশকে ভালোবাসা এবং একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার।
থিয়েটার ও টেলিভিশন নাটকে নিয়মিত কাজ করা এই শিল্পী মনে করেন, সংস্কৃতি ও নাট্যচর্চার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা মানুষের মাঝে আরও গভীরভাবে পৌঁছে দেওয়া সম্ভব।
চৌধুরী তাওহীদ বিন আজাদ জন্মগ্রহণ করেন ২০০১ সালের ১৭ জুলাই। তিনি ২০১৬ সালে সুন্দরবন থিয়েটারের মাধ্যমে নাট্যাঙ্গনে কাজ শুরু করেন। ২০১৮ সালে যুক্ত হন খোয়াই থিয়েটারের সঙ্গে। পরবর্তীতে তিনি ঢাকা মকবুল হোসেন ইউনিভার্সিটিতে সমাজবিজ্ঞান বিভাগে অনার্সে ভর্তি হন। অধ্যয়নকালীন সময়ে তিনি প্রাচ্যনাটের কর্মশালায় অংশগ্রহণ করেন। পরে তিনি দীপ্ত টিভির ধারাবাহিক নাটক “মান অভিমানে” অভিনয়ের মাধ্যমে টেলিভিশন পর্দায় আত্মপ্রকাশ করেন।
দ.ক.সিআর.২৫