
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের প্রাচীন নাট্য সংগঠন খোয়াই থিয়েটারে ১৬ ডিসেম্বর,২০২৫ বিজয় দিবস উপলক্ষে ঘরোয়া অনুষ্ঠানমালার আয়োজন করে।
মঙ্গলবার সন্ধ্যা ৭টায় থিয়েটার কার্যালয়ে খোয়াই থিয়েটারের সহ সভাপতি সিদ্দিকী হারুন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকান্ত গোপ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, থিয়েটারের সভাপতি তোফাজ্জল সোহেল, সহ সভাপতি সাইফুর চৌধুরী পাপলু, যুগ্ম সম্পাদক মো: মুক্তাদির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হ্যাপী ভৌমিক, নাট্যকর্মী চৌধুরী তাওহীদ বিন আজাদ, মো: আরিফ, চৌধুরী তাকদীর বিন আজাদ, সহশ্রীতা দাশগুপ্ত সন্ধিসহ আরও অনেকে।
পরে কবিতা পাঠ করেন থিয়েটারের নাট্যবন্ধু সহশ্রীতা দাশগুপ্ত সন্ধি, হ্যাপি ভৌমিক, চৌধুরী তাওহীদ বিন আজাদ।
শেষে দেশাত্মবোধক গান পরিবেশনের মাধ্যমে বিজয় দিবসের অনুষ্ঠানমালার সমাপ্তি ঘটে।
দ.ক.সিআর.২৫