
নাজমুল ইসলাম হৃদয়, হবিগঞ্জ : হবিগঞ্জ জেলা কারাগারে গার্ডিং স্টাফদের মাঝে শীতকালীন কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে কারা মহাপরিদর্শকের পক্ষ থেকে এ কম্বল হবিগঞ্জ জেলা কারাগারে গার্ডিং স্টাফদের মাঝে তুলে দেওয়া হয়। শীতের শুরুতেই স্টাফদের আরাম, নিরাপত্তা ও কল্যাণের কথা বিবেচনা করে নেওয়া এই উদ্যোগ কারা প্রশাসনের মানবিক ও কল্যাণমুখী দৃষ্টিভঙ্গির প্রতিফলন বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীরা কারা মহাপরিদর্শকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের উদ্যোগ স্টাফদের মনোবল বৃদ্ধির পাশাপাশি দায়িত্ব পালনে আরও উৎসাহ যোগাবে।
শীতকালীন সহায়তা পেয়ে গার্ডিং স্টাফদের মুখেও দেখা যায় সন্তুষ্টির হাসি। তারা জানান, কঠিন পরিবেশে দায়িত্ব পালন করতে গিয়ে এমন সামান্য সহযোগিতাও তাদের জন্য বিশেষ উপকার বয়ে আনে।
হবিগঞ্জ জেলা কারাগার কর্তৃপক্ষ জানায়, শৃঙ্খলা, সেবামূলক মনোভাব ও মানবিক ব্যবস্থাপনার মাধ্যমে একটি ইতিবাচক কর্মপরিবেশ গড়ে তুলতে প্রতিষ্ঠানটি বরাবরই সচেষ্ট। শুধু শৃঙ্খলা নয়, আমরা মানবিক ব্যবস্থাপনা ও স্টাফদের কল্যাণকে অত্যন্ত গুরুত্ব দিই। শীতের সময় যেন কেউ কষ্টে না থাকে, সে জন্যই এ উদ্যোগ। স্টাফদের সার্বিক কল্যাণ নিশ্চিত করার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই শীতকালীন এই কম্বল বিতরণ করা হয়েছে।
কারা প্রশাসনের এই পদক্ষেপ আগামী দিনগুলোতেও স্টাফদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন কর্মকর্তারা।
দ.ক.সিআর.২৫