
জুবায়ের আহমেদ, লাখাই প্রতিনিধি: লাখাইয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিবাদ্য স্লোগান কে সামনে রেখে ২২ অক্টোবর রোজ বুধবার সকাল ১১ ঘটিকার সময় বর্ণাঢ্য র্যালীটি উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপ এর সভাপতিত্বে ও প্রজিপ কর্মকর্তা একেএম আব্দুস শাহেদ এর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লাখাই উপজেলার সহকারী কমিশনার (ভুমি) কাজী শারমিন নেওয়াজ, উপজেলা প্রকৌশলী এহতেশামুল হক,বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক,লাখাই থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ বন্দে আলীর প্রতিনিধি পুলিশের এসআই প্রনয় কুমার সরকার,লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম,লাখাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, সিএনজি অটোরিকশা সমিতির (ভারপ্রাপ্ত) সভাপতি কাজল আহমেদ প্রমূখ।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান সহ কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ বলেন নিরাপদ সড়ক রাখতে সকল কে সড়ক পরিবহন আইন মেনে চলা প্রত্যেক নাগরিকদের নৈতিক দায়িত্ব, তিনি আরও বলেন পরিবহনের চালক, মালিক যাত্রী সহ সকল কে নিরাপদ সড়ক রাখতে হলে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারলে সড়ক দূর্ঘনা অনেকটা কমানো সম্ভব।
দ.ক.সিআর.১৫