নাফিজ মাহমুদ: সারাদেশের মতো বরগুনা জেলাতেও শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও পৌর এলাকায় একযোগে এই টিকাদান কর্মসূচি চলছে।
ক্যাম্পেইনের আওতায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে টাইফয়েড প্রতিরোধী টিকা দেওয়া হচ্ছে। স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে মাঠপর্যায়ে টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে।
স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্যকর্মীরা জানান, টাইফয়েড প্রতিরোধে এই ক্যাম্পেইন সফল করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জনসাধারণকে টিকা গ্রহণে উৎসাহিত করতে প্রচারণাও চালানো হচ্ছে।
দ.ক.সিআর.২৫