মীর জুবাইর আলম, চুনারুঘাট: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের মহোদয়ের গ্রামের বাড়ি উসমানপুর জামে মসজিদ সংলগ্ন মাঠে আজ ১০ অক্টোবর রোজ সোমবার সকাল ১০ ঘটিকার সময় ফ্রি ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ফ্রি ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্প -এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ক্যাম্পেইন উদ্বোধন করেন ড. আবু জাফর মোঃ ফেরদৌস।, বিভাগীয় পরিচালক প্রাণিসম্পদ অধিদপ্তর দপ্তর, সিলেট।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোঃ আবদুল কাদের, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, হবিগঞ্জ, মুহাম্মদ আলী চেয়ারম্যান গাজীপুর ইউনিয়ন ও ইউনিয় সদস্য সেলিম আহমেদ, সুনাই মিয়া, বাবুল মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজনে: উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, চুনারুঘাট, হবিগঞ্জ।
দ.ক.সিআর.২৫