1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন

পিআর পদ্ধতি বুঝে না মানুষ : সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

 

মোঃ হারুন অর রশিদ, বকশিগঞ্জ: জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনােনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপি’র কোষাধ্যক্ষ সাবেক এমপি এম. রশিদুজ্জামান মিল্লাত পিআর পদ্ধতিতে নির্বাচন সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশের মানুষ পিআর বােঝে না। কয়েক শতাংশ ভােটি জামায়াত পেলে কয়েকটি আসন পাবে বলে তারা ওই পদ্ধতির কথা বলছেন।

১১ অক্টোবর শনিবার বিকেলে সানন্দবাড়ি ডিগ্রি কলেজ মাঠে আয়ােজিত সানন্দবাড়ি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কেন্দ্রীয় বিএনপি’র কোষাধ্যক্ষ সাবেক এমপি এম. রশিদুজ্জামান মিল্লাত খেলা পূর্ব বক্তব্যে আরোে বলেন, এ আসনে জামায়াত মনােনীত প্রার্থী রয়ছেন। অত্র এলাকার নদীভাঙন রােধসহ সার্বিক উন্নয়নে যাকে যােগ্য মনে হয় তাকেই যেন মানুষ ভোট দেয়। আমরা একটি দলকে (জামায়াত) হায়েনার ছােবল থেকে রক্ষা করেছি। স্বৈরাচার হাসিনার নানা জুলুম-নির্যাতন থেকে তাদের রক্ষা করলেও তারা এখন বিএনপির সমালাচনা করে বেড়াচ্ছে।

এছাড়াও তিনি নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, কোন অন্যায় কাজে জড়ানাে যাবে না। যেকোন অপকর্মের জন্য ওই নেতাই দায়ী থাকবে। দল তার দায়ভার নেবে না।

চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাে. নুরুল ইসলামের সভাপতিত্বে উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু শ্যামল চন্দ, আব্দুর রশিদ সাদা, ড. হুমায়ুন কবির, শাহ মাে. মনিরুর রহমান, মঙ্জু ইসলাম, আতিকুর রহমান, মাসুদ হাবিব পলিন, আবুল হাশেম। আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শাহজাহান শাওনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ফুটবল টুর্নামেন্টে বকবান্দা (রৌমারী) ফুটবল একাদশ ২-১ গােলে সানন্দবাড়ি ক্রিড়াচক্র’কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের হাতে তুলে দেওয়া হয় একটি মটর সাইকেল ও পরাজিত দলের হাতে তুলে দেওয়া হয় একটি ফ্রিজ।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট