জুবায়ের আহমেদ, লাখাই: লাখাইয়ের পূর্ব বুল্লা ফুটবল একাদশকে জার্সি উপহার দেন ইতালি প্রবাসি এস এম সেলিম আহমেদ। মাদক মুক্ত সমাজ গড়তে নিজ গ্রামের ছেলেদের কে ফুটবল খেলার প্রতি আসক্ত হতে জার্সি উপহার দেন সেলিম।
সেই সময় ইতালি প্রবাসী সেলিমের বাবা মো: ফারুক মিয়া পূর্ব বুল্লা ফুটবল একাদশের হাতে জার্সি তুলে দেন। আরো উপস্থিত ছিলেন এমএ জলিল,জাবেল মিয়া।
সেলিমের বাবা বলে আমার ছেলে দেশে থাকতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতো নিয়মিত কিন্তু আজ সে প্রবাসে থাকার পড়েও নিজ গ্রামের সকল খেলোয়াড়দে কে খেলার জন্য জার্সি দেন। আগামীতে আরো ভালো কিছু দিবে বলে আশা দেন সেলিমের বাবা ফারুক মিয়া।
জার্সি পেয়ে খুশি হয় পূর্ব বুল্লা ফুটবল একাদশরর সকল খেলোয়াড়রা। সমাজ থেকে মাদক জুয়া সকল অপরাধ থেকে বাঁচতে হলে খেলতে হবে।
সব শেষে পূর্ব বুল্লা ফুটবল একাদশের পক্ষ থেকে প্রবাসী সেলিম কে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরো ভালো কিছু পাবে বলে তারা আশা রাখে।
দ.ক.সিআর.২৫