
আনোয়ার হোসেন: আত্মমর্যাদা হলো নিজকে নিজ সম্মানে আবৃত্ত করে রাখা। আত্মমর্যাদা হীন মানব আর উলঙ্গ প্রাণীর মধ্যে কোনো পার্থক্য নেই। আত্মমর্যাদা শব্দের ইংরেজী সেল্ফ রেসপেক্ট । যার ভাব অর্থ নিজের প্রতি সম্মান । আপনি আপনার সম্মানের দিকে না তাকালে বুঝতে পারবেন না আপনি কতটা সম্মানিত। নিজের সম্মান নিজের জানা না থাকলে সম্মানের প্রতি দরদ জন্মে না এবং সম্মান বৃদ্ধির চেষ্টা হয় না। নিজ সম্মানের প্রতি দরদ থেকেই মানুষের মধ্যে অসম্মানজনক কাজের প্রতিবন্ধকতা তৈরি হয় । আমরা প্রত্যেকে নিজ সম্মানের দিকে তাকালে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে।
নিজ সম্মানের প্রতি দরদ থেকেই মানুষ চিন্তা করতে শিখে কোন কাজটি করা ঠিক হবে আর কোন কাজটি থেকে বিরত থাকতে হবে । যে কাজটি অন্য দশ জনের জন্য বৈধ একি কাজ আপনার জন্য বৈধ নয়, কারণ আপনি অন্য দশ জনের চেয়ে সম্মানের দিক থেকে আলাদা। আত্মমর্যাদা তথা সম্মানের পরিধি ও পরিসরের আলোকে যশ, খ্যাতি, প্রতিপত্তি, নেতৃত্ব, কর্তৃত্ব জন্ম নেয় ও প্রতিষ্ঠা লাভ করে ।
* আত্মমর্যাদা এক প্রকার নিরাপত্তা হেলমেট।
* আত্মমর্যাদাবান ব্যক্তির পথ চলা স্বচ্ছ দর্পণে দৃশ্যে নিরাপদ।
* আত্মমর্যাদাবান হবেন বিস্তীর্ণ আকাশের ন্যায় উদার ও বিনয়ী, যার মধ্যে থাকবে না
অহংকার, হিংসা বিদ্বেষ, অন্যকে ক্ষতি থেকে রক্ষায় তিনি হবেন প্রতিবন্ধকতার মহা প্রাচির ।
আত্মমর্যাদা ও ভালোবাসার কোনো ওজন নেই, ইচ্ছে করলে বর্তমান বিশ্বের আটশত কোটি লোকের সম্মান ও ভালোবাসা নিয়ে সম্মানিত হতে পারেন। চেষ্টা তথা সাধনা করে আপনি আত্মমর্যাদাবান হয়ে বর্তমান ও আগামী বিশ্বকে আত্মমর্যাদাবান করে গড়ে তুলতে পারলে আগামী বিশ্ব হবে নির্লজ্জ মুক্ত শান্তি ও সমৃদ্ধির বিশ্ব। আসুন সবাই মিলে চেষ্টা করি ।
সবশেষে যেটা বলবো, আপনি নিজে যেমনই হোন না কেন, নিজেকে ছোট মনে করবেন না, নিজেকে নিচে নামাবেন না। প্রতিটি মানুষের আলাদা নিজস্ব কিছু ইউনিক বৈশিষ্ট্য বিদ্যমান। নিজেকে অন্য কারো সাথে অহেতুক তুলনা করবেন না। আপনার তুলনা শুধুই আপনি।
সবাইকে অনেক ধন্যবাদ।
লেখক: আনোয়ার হোসেন সরকার
প্রতিষ্ঠাতা ও সভাপতি সেবা সংঘ
দ.ক.সিআআর.২৫