জুবায়ের আহমেদ, লাখাই প্রতিনিধি: মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর স্মরণে লাখাই উপজেলা যুবদল কর্তৃক আয়োজিত ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫’-এর জমকালো উদ্বোধন হবে ৫ অক্টোবর রোজ রবিবার। মশাদিয়া মিনি স্টেডিয়াম-এ এই ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ শুরু হবে।
খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সঠিক পথে চালিত করার উদ্দেশ্য নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আলহাজ্ব জি কে গউছ।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে যে দুটি দুটি শক্তিশালী দল—আরাফাত রহমান কোকো একাদশ বনাম সিংগ্রাম ফুটবল একাদশ।
উদ্বোধনী খেলা দেখতে স্থানীয় ফুটবলপ্রেমী দর্শকসহ সকল স্তরের রাজনৈতিক নেতাকর্মীরা মাঠে উপস্থিত থাকবেন।
আয়োজক লাখাই উপজেলা যুবদল জানায়, শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও ক্রীড়া চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হবে।
দ.ক.সিআর.২৫