নাদিরা আক্তার এর কবিতা—
আ গু নে র প্র তি ধ্ব নি
——————-
জন্ম থেকে বুকের ভেতর জমেছে ক্ষত
যা নেভাতে পারবে না কেউ,
নীরবতার দেয়াল ভাঙবে
প্রতিধ্বনি ছড়িয়ে পড়বে।
চিৎকার হবে অজস্র
উঠবে হাহাকার কত,
আসবে আগুনের আওয়াজ
বয়ে যাবে বিদ্রোহের ঢেউ।
প্রতিটি শব্দ বিষাক্ত, আঁধারের মতো তীক্ষ্ণ
ঝড় তুলবে নিঃশ্বাসে,
জ্বালাবে অন্তরের অগ্নি
ছুঁয়ে দিবে রাতের নিস্তব্ধতা।
আমি থামবো না ______
জ্বলে উঠবো আঁধারের মাঝে
বিদ্রোহের আলো হয়ে উঠবো,
ঝড়ের মতো বয়ে যাব
আগুন হয়ে ছড়িয়ে পড়বো।
তবুও আমি থামবো না, আগুনের প্রতিধ্বনি হয়ে বেঁচে থাকবো।
______ সমাপ্ত _______