হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ চারুকলা একাডেমির উদ্যোগে ২৮ সেপ্টেম্বর (রোববার) দিনব্যাপী আয়োজন করা হয় চিত্রকর্ম প্রদর্শনী “সৃষ্টির প্রেরণা ২০২৫”। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ প্রদর্শনী চলে।
এ উপলক্ষে এক সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠান চারুকলা একাডেমির অধ্যক্ষ আশিষ আচার্য্য এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ আইনজীবী মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, গবেষক জাহান আরা খাতুন, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) হবিগঞ্জের সভাপতি তাহমিনা বেগম গিনি, খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল।
প্রদর্শনীতে ২৩ জন নবীন ও তরুণ শিল্পীর চিত্রকর্ম স্থান পেয়েছে। শিল্পীরা তাঁদের ক্যানভাসে রঙ, টেক্সচার ও নান্দনিকতার মিশেলে ফুটিয়ে তুলেছেন- নারীর শক্তি, আত্মত্যাগ, সংবেদনশীলতা, মাতৃত্ব সংগ্রাম, যন্ত্রণা ও অনন্য অবদান।
প্রদর্শিত ছবির শিল্পীরা হলেন,
পুষ্পিতা দাশ, অনামিকা সূত্রধর, বর্ষা সূত্রধর, শ্যামাশ্রী আচার্য্য, তন্বী রানী দাশ, অন্বেষা সরকার কল্প, প্রবাল বৈদ্য সৃজন, নিশিতা রায় হিয়া, প্রান্তি রানী দাশ, মিথিলা পাল, কৃষান গোপ কাব্য, কংসজিৎ বণিক, বর্ণালী সূত্রধর, শ্রাবণী বণিক পূজা, রাতুল দেব, দিবস সরকার, বৈশাখী দেবনাথ, মনিষা দাস, শৈশব দাশ, ইসরাত জাহান ঝুমুর, দেবপ্রিয় রায় আনন্দ, শুভদ্বীপ রায় মুগ্ধ এবং নীলয় রায় তূর্য।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, “সৃষ্টির প্রেরণা ২০২৫” কেবল একটি প্রদর্শনী নয় বরং এটি নারী শক্তি, আত্মত্যাগ এবং সৃজনশীলতার শিল্প ভাষায় প্রকাশ। এই প্রদর্শনী শিল্পী ও দর্শকের মধ্যে এক অনন্য সেতুবন্ধন তৈরি করেছে।
শিল্প প্রেমী, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের লোকজন প্রদর্শনীটি দেখেন এবং আয়োজকদের ভুয়সী প্রশংসা করেন।
দ.ক.সিআর.২৫