হবিগঞ্জ প্রতিনিধি: সরকার পতনের পর থেকে নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল খ্যাত দিনারপুর রুকনপুরে চলছে পাহাড় কাটার মহোৎসব।
পাহাড়ের লাল মাটি উচ্চদামে বিক্রি করা হচ্ছে বিভিন্ন স্থানে। অন্য দিকে ঝুঁকি বাড়ছে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের। তবে প্রশাসনের নজর এড়াতে রাতভর কাটা হচ্ছে পাহাড়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নবীগঞ্জ উপজেলার দিনারপুর রুকনপুর, দেবপাড়া, গজনাইপুর ও পানিউমদা ইউনিয়ন নিয়ে গঠিত দিনারপুর পরগনা। এটি জেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান- প্রতিদিন রাতে পাহাড় কাটার মেশিনের বিকট শব্দ হয়, ট্রাক চলাচলেও শব্দ হয় এতে আমরা ঘুমাতে পারিনা, প্রতিবাদ করলে নানা হুমকি-ধামকি দেয়া হয়, একটি কুচক্রী মহল পুলিশ-প্রশাসনকে ম্যানেজ করেই পাহাড় কাটছে বলে এলাকায় বলে বেড়াচ্ছে।
স্থানীয়রা জানান, পাহাড় কাটার মেশিনের শব্দে রাত হলে ঘুম আসেনা, আমি হৃদরোগের রোগী, প্রতিনিয়ত মনে হয় মেশিনের শব্দে এই বুঝি বুকে সমস্যা হলো। পাহাড় টিলা কাটা হচ্ছে ক্রমাগত। একইস্থানে বার বার পাহাড় কাটা হচ্ছে বিষয়টি খুবই দুঃখজনক।
বিভিন্ন স্থানে পাহাড় কাটা হলে আমরা কথা বললে কিংবা গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে মাঝেমধ্যে পরিবেশ অধিদপ্তর এর পক্ষ থেকে মামলা করা হয়।
পাহাড়-টিলা কেটে পরিবেশ প্রতিবেশ ধ্বংসকারী, জড়িতদের বিরুদ্ধে কঠোর আইন রয়েছে। কিন্তু দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইন প্রয়োগ, শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হয়না। ফলে জড়িতরা বার-বার পাহাড় টিলা কেটে চলেছে।
পাহাড় খেকোদের বিরুদ্ধে মামলা দায়েরসহ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হয়না বলেই অব্যাহতভাবে পাহাড় কেটে যাচ্ছে।
জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হলে পাহাড় কাটা কমে আসবে, রক্ষা পাবে আমাদের প্রাণ– প্রকৃতি ও পরিবেশ।
দ.ক.সিআর.২৫